শাহিদ মোস্তফা শাহিদ, ঈদগাঁও (কক্সবাজার)
দেশের চলমান আইএসের নামে জামায়াত-বিএনপির পরিকল্পিত জঙ্গি ও সন্ত্রাসী হামলার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। তাছাড়া জননেত্রী শেখ হাসিনার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন সবাইকে এক কাতারে শামিল হয়ে কাজ চালিয়ে যেতে হবে। ১৯ আগষ্ট বিকাল ৪টায় সদর উপজেলার পোকখালী ইউনিয়ন যুবলীগের আওতাধীন ৩ ও ৪নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। মধ্যম পোকখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় হলরুমে ইউনিয়ন আহবায়ক আ.ন.ম. আমজাদ হোসেনের সভাপতিত্বে যুগ্ম আহবায়ক সাজ্জাদ সেনাগীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পোকখালী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও আওয়ামীলীগ সেক্রেটারী রফিক আহমদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন কক্সবাজার সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি ওসমান সরওয়ার ডিপো, এমইউপি সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন জয়, জাহাঙ্গীর আমির, জামিল উদ্দীন শাহ, উপ-দপ্তর সম্পাদক শাহিদ মোস্তফা শাহিদ, উপজেলা যুবলীগের সদস্য ও ইউনিয়ন যুগ্ম আহবায়ক জামাল উদ্দীন, ঈদগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এনাম রনি, জালালাবাদ যুবলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাজ্জাদুল ইসলাম খান, ইসলামপুর ছাত্রলীগের সাবেক সভাপতি ওসমান আলী মোর্শেদ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বেলাল উদ্দীন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জালালাবাদ যুবলীগের সভাপতি হাসান তারেক, ৪নং ওয়ার্ড সভাপতি মো. ইসলামসহ ২ শতাধিক আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। উক্ত সভায় সবার মতামতের ভিত্তিতে ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হিসাবে আবদুর রহমান প্রকাশ রহমান, সাধারণ সম্পাদক আবু সাদেক মুন্না, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দীনকে ও ৪নং ওয়ার্ডের মোহাম্মদ জুনাইদকে সভাপতি, মোঃ দিদারুল ইসলামকে সিনিয়র সহ-সভাপতি, মাঃ আজিমকে সাধারণ সম্পাদক, সাখাওয়াতুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়। নবনির্বাচিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তারা আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের চিত্র জনগণের কাছে তুলে ধরলে নির্বাচনে বিপুল ভোটে এগিয়ে থাকবে মহাজোট সরকার।