প্রকাশিত: ০১/০৮/২০১৭ ৮:৩৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৫৪ পিএম

নিউজ ডেস্ক::
সম্প্রতি মুসলিম পুলিশকর্মী ও হিন্দু সেনার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে। সেই ছবিতে দেখা যাচ্ছে, এক পুলিশকর্মী বসে রয়েছে, এবং তার পাশে এক সেনা দাঁড়িয়ে রয়েছে।

জানা যায়, ছবিটি জম্মু-কাশ্মীরের, যেখানে এক মুসলিম পুলিশকর্মী বসে নামাজ করছেন, অন্যদিকে তার পাশে দাঁড়িয়ে কড়া নজরদারিতে ব্যস্ত এক হিন্দু সেনা। এই ছবিটি শেয়ার করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হতে শুরু করে।

ভারিতের সিআরপিএফের শ্রীনগর সেক্টরের একটি ট্যুইটার পেজে এই ছবিটি শেয়ার করা হয়। ছবির নিচে লেখা রয়েছে, শান্তির জন্য একসঙ্গে।

অনেকেই সেখানে মন্তব্য করেন, এই দেশের নাগরিক হতে পেরে তারা গর্বিত। অনেকে আবার জানান, এটাই আসল ভারতবর্ষ। এই ছবি বলিউড তারকারাও শেয়ার করতে শুরু করেছেন।

তবে এর আগেও এই সৌহার্দ্যের ছবি বার বার দেখা গেছে ভারতে। এর আগে পবিত্র ঈদে ভারত-পাকিস্তান সীমান্তে মিষ্টি আদান-প্রদান করতেও দেখা গেছে। সীমান্ত নিয়ে সমস্যা থাকলেও দুই দেশে ঈদ জমজমাট ভাবে পালন করা হয়ে থাকে। ইন্ডিয়া টুডে।

পাঠকের মতামত

জিজ্ঞাসাবাদ শেষে মালয়েশিয়ায় প্রবেশ করেছেন আজহারী

জনপ্রিয় ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারীকে মালয়েশিয়ার কুয়ালালামপুর এয়ারপোর্টে ইমিগ্রেশন পুলিশ ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে ...