প্রকাশিত: ১১/১১/২০২১ ৩:৩৪ পিএম

মিয়ানমারে ক্রমবর্ধমান সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে বিরল বিবৃতি দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বুধবার দেশটির সেনাবাহিনীকে ‘সর্বোচ্চ সংযম’ দেখানোর আহ্বান জানিয়েছে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য।

দমন-পীড়ন বন্ধে জান্তা সরকারকে এমন আহ্বান জানাতে এই প্রথম নিরাপত্তা পরিষদের সব দেশ সম্মত হয়। মিয়ানমারের জান্তাবিরোধী গোষ্ঠীগুলোকে নির্মূলে পশ্চিম চিন রাজ্যে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে জড়ো হয়েছে সেনাবাহিনী। এমন পরিস্থিতির মধ্যেই বিবৃতি দিলো নিরাপত্তা পরিষদ।

সীমান্তবর্তী চিন রাজ্যে সামরিক অভিযান নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি মিন অং হ্লাইং সরকার। বিবৃতিতে নিরাপত্তা পরিষদ উল্লেখ করেছে যে, ‘মিয়ানমারজুড়ে যে সহিংসতা বেড়েই চলছে তা অবিলম্বে বন্ধ করুন। জনগণের স্বার্থ ও ইচ্ছা অনুযায়ী সমঝোতার পথ অনুসরণ করা উচিত’। সংকট পরিহারে আলোচনা বসতে তাগিদ দেওয়া হয়েছে।

এছাড়া দেশটির সাধারণ মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছানো, স্বাস্থ্যকর্মী ও জনগণকে নিরাপত্তা নিশ্চিতের কথাও বলেছে কাউন্সিল।

গত ১ ফেব্রুয়ারিতে অং সান সু চিকে ক্ষমতাচ্যুত করে অবৈধভাবে ক্ষমতায় বসে সামরিক সরকার। কিছুদিন ধরে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়ে আসছে, মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাজ্য কাচিন, ভারতীয় সীমান্তবর্তী চিনসহ বিভিন্ন জায়গায় অতিরিক্ত সেনা মোতায়েন করেছে সামরিক সরকার। এতে জান্তাবিরোধী গোষ্ঠীগুলোর সঙ্গে প্রতিনিয়ত সংঘাত বাড়ছে। বাড়ছে হতাহতের সংখ্যাও। এরমধ্যে সাধারণ মানুষের বাড়ি-ঘরে আগুন, লুটপাট ও হত্যার অভিযোগ পাওয়া যাচ্ছে সেনাদের বিরুদ্ধে। এ পর্যন্ত জান্তাবিরোধী বিক্ষোভে নিরাপত্তার বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন এক হাজারের বেশি মানুষ।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ। এবারের নির্বাচনে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী ...

জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস

জাতিসংঘ সাধারণ পরিষদে হামাসমুক্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে একটি প্রস্তাব বিপুল ভোটে পাস হয়েছে। ...

বিমান ছিনতাই করেছিলেন নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির স্বামী

নেপালের অন্তর্বর্তী সরকারের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন দেশের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। দুর্নীতির ...