প্রকাশিত: ১৭/০২/২০২১ ৯:১০ এএম

মিয়ানমারের সামরিক বাহিনীর নতুন নির্বাচনের প্রতিশ্রুতি
মিয়ানমারের সামরিক জান্তা মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দেশটিতে নতুন নির্বাচনের মধ্যদিয়ে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিয়েছে। খবর রয়টার্সের।

দেশটিতে সামরিক অভ্যুত্থান অস্বীকার করে সামরিক জান্তা গত ১ ফেব্রুয়ারির ক্ষমতা দখলের বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে।

ক্ষমতাসীন পরিষদের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জাও মিন তুন বলেন, “আমাদের উদ্দেশ্য হলো একটি নির্বাচন করা এবং বিজয়ী দলের হাতে ক্ষমতা হস্তান্তর করা।”

নেতা অং সান সু চির সরকারের পতনের পর মঙ্গলবার প্রথমবারের মতো সামরিক জান্তা এ সংবাদ সম্মেলন ডাকলো।

যদিও এখন পর্যন্ত নির্বাচনের নতুন দিন বলা হয়নি, কিন্তু এক বছরের জন্যে রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি থাকবে বলে জানায় জাও মিন তুন।

দুই ঘণ্টাব্যাপী চলা ওই সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, “”আমরা গ্যারান্টি দিচ্ছি … যে নির্বাচন অনুষ্ঠিত হবে।

পাঠকের মতামত

থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য চেন্নাইয়ের রাজধানী তামিলনাড়ুতে দেশটির রাজনীতিক ও অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ...

আরসা হামলায় বাংলাদেশের সম্পৃক্ততার ইঙ্গিত আরাকান আর্মিপ্রধানের

বাংলাদেশ সীমান্তে আরাকান আর্মির ঘাঁটিতে ‘রোহিঙ্গা বিদ্রোহী’রা হামলা করছে বলে অভিযোগ করেছেন সশস্ত্র সংগঠনটির কমান্ডার ...

আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধান প্রয়োজন: ড. ইউনূস

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহায়তা বাড়ানো এবং ন্যায়সঙ্গত উত্তরণের পথ নিশ্চিত করা প্রয়োজন বলে জানিয়েছেন ...