প্রকাশিত: ২২/১০/২০১৬ ৯:২২ পিএম , আপডেট: ২২/১০/২০১৬ ১০:০৭ পিএম

মাদরাসাছাত্রীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে কথিক প্রেমিকের বিরুদ্ধে। অভিযুক্ত প্র্রেমিকের নাম সবুজ সরদার (২২)।

সবুজের বিরুদ্ধে তার প্রেমিকা নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। ঘটনার পর থেকে প্রেমিক সবুজ পলাতক। বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় এ ঘটনা ঘটে।

মাদরাসাছাত্রীর অভিযোগ, সবুজ সরদারের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। গত ১৭ ও ২৫ সেপ্টেম্বর সবুজ তাদের অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য গোপনে ধারণ করে ভিডিও চিত্র ইন্টারনেটে ছেড়ে দেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মোহাম্মদ খায়রুল আনাম।

তিনি বলেন, ইন্টারনেটে ভিডিও চিত্রটি ছেড়ে দেয়ার বিষয়টি মেয়েটির পরিবারের নজরে আসে। এরপর গত বৃহস্পতিবার রাতে মেয়েটি বাদী হয়ে সবুজ সরদারকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

ওসি জানান, আসামি সবুজ পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে শনিবার হাসপাতালে মেয়েটির ডাক্তারি পরীক্ষা হয়েছে। পরে তাকে আদালতে হাজির করা হয়।

পাঠকের মতামত

উখিয়া-টেকনাফের তরুণদের আলোচনার কেন্দ্রবিন্দুতে আবদুল্লাহ ! 

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের রাজনীতিতে দ্রুত আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ। ...

কার্যক্রম বন্ধের নির্দেশ প্রশাসনেরপ্যারাসেলিং থেকে ছিটকে গিয়ে ঝাউগাছে ঝুলেছিলেন পর্যটক

কক্সবাজার সৈকতে রোমাঞ্চকর ‘প্যারাসেলিং’ নিয়ম না নেমে পরিচালিত হওয়ায় বারবার দুর্ঘটনার কারণে বিপদজ্জনক হয়ে উঠেছে। ...

রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের অর্থ সহায়তা একবছরের ব্যবধানে অর্ধেকের নিচে

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রায় ১৩ লাখের বসবাস এখন কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৪ ...