প্রকাশিত: ১৬/০৬/২০২২ ৭:২৫ এএম

ডেস্ক রিপোর্ট ::

বান্দরবানে মাদকদ্রব্য মামলায় নুর মোহাম্মদ নামে এক রোহিঙ্গাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন বান্দরবান অতিরিক্ত দায়রা জজ আদালত। আজ বুধবার দুপুর ১২টার দিকে বান্দরবান জেলার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আবু হানিফ এই রায় ঘোষণা করেন।

অতিরিক্ত দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী দেবাশীষ দেবনাথ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামি নুর মোহাম্মদ কক্সবাজারের বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক‍্যাম্পের বাসিন্দা। নুর মোহাম্মদের ঠিকানা পিতা-তবারক আলী, মাতা-নাছিমা খাতুন, সাং-এস পি এল নম্বর-৫০০৫৯৯, (প্রধান মাঝি-আ. শুক্কুর, (সাইড মাঝি-মৌলভী হালিম@কালা বোদা), স্থায়ী সাং-বালুখালী-২, এস-১, বি-৪, রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প নম্বর-২০ এক্সটেনশন, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার বাংলাদেশ।

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৪ অক্টোবর সকাল ৮টার দিকে বান্দরবানের নাইক্ষ‍্যংছড়ি উপজেলার ঘুমধুমের বেতবনুনিয়া এলাকায় পুলিশ অভিযান চালিয়ে নুর মোহাম্মদ নামে রোহিঙ্গা নাগরিককে আটক করে। এ সময় তাঁকে তল্লাশি করে বিভিন্ন প‍্যাকেটে থাকা মোট ৯ হাজার ৫০০ ইয়াবা জব্দ করে। এ ঘটনায় দায়ের হওয়া মাদকদ্রব্য আইনের মামলায় আসামি নুর মোহাম্মদকে আদালতের মাধ‍্যমে বান্দরবান কারাগারে পাঠানো হয়। উক্ত মাদকদ্রব্য মামলায় বুধবার বিজ্ঞ আদালত এ রায় দেন।

অতিরিক্ত দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী দেবাশীষ দেবনাথ আজকের পত্রিকাকে বলেন, এই মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় নুর মোহাম্মদ নামে এক রোহিঙ্গাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালতে রাষ্ট্রপক্ষের ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ‍্যাডভোকেট তপন কুমার দাশ। আর আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ‍্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী।

পাঠকের মতামত

কক্সবাজারে স্বাস্থ্য বিভাগের নিয়োগ, পরীক্ষায় অনুপস্থিত থেকেও উত্তীর্ণ!

কক্সবাজারে স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষাকে ঘিরে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পরীক্ষা ...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৮.৮ ডিগ্রি, টেকনাফে সর্বোচ্চ ৩১

শীতের তীব্রতা বাড়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যশোরে দেশের ...

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন জালিয়াতি, ইউপি উদ্যোক্তার স্বামী কারাগারে

নেত্রকোনার মোহনগঞ্জে চেয়ারম্যান ও সদস্যদের ভুয়া সিল–স্বাক্ষর ব্যবহার করে ১৩ জন রোহিঙ্গা নাগরিকের জন্মনিবন্ধন তৈরির ...