ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯/১০/২০২৪ ৮:০১ পিএম

মাদক ব্যবসার মাধ্যমে ২ কোটি ৩৯ লাখ ২৯ হাজার ৯১০ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ভোগ দখলে রাখার অভিযোগে বদিউর রহমান নামের কক্সবাজারের টেকনাফের এক বাসিন্দার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার বিকেলে দুদক কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ে বদিউর রহমানের বিরুদ্ধে মামলাটি করেন সংস্থার সহকারী পরিচালক মো. নছরুল্লাহ হোসাইন। বদিউর টেকনাফ সদর ইউনিয়নের কচুবনিয়া গ্রামের মৃত হাকিম আলীর ছেলে।

মামলার সত্যতা নিশ্চিত করেছেন দুদক সমন্বিত কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমেদ। তিনি প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে বদিউর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও ভোগ দখলে রাখার সত্যতা প্রমাণিত হয়েছে। বিপুল অর্থসম্পদের মালিক হলেও বদিউর রহমানের আয়কর নথি পাওয়া যায়নি। দুদক মামলাটির তদন্ত করে বদিউরের আরও অবৈধ সম্পদের অনুসন্ধান করবে। বদিউর রহমানের বিরুদ্ধে একাধিক মাদক ও ফৌজদারি অপরাধের মামলা রয়েছে বলেও জানান দুদক কর্মকর্তা সুবেল আহমেদ।

মামলার এজাহারে বলা হয়, বদিউর রহমানসহ ৭৫ জন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে দুদকের প্রধান কার্যালয়ে অভিযোগ করা হয়। বদিউর রহমান দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ১৪ লাখ ২২ হাজার ৪৫৫ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করেছেন। একই সঙ্গে জ্ঞাত আয়বহির্ভূত ২ কোটি ২৫ লাখ ৭ হাজার ৪৫৫ টাকার সম্পদ ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

সম্পদ বিবরণীতে বদিউর রহমান উল্লেখ করেছেন, মহেশখালীয়া পাড়া, খোনকারপাড়া ও কচুবনিয়াতে ১৬ কানি জমির চাষাবাদ থেকে চাল বিক্রির মাধ্যমে তিনি বছরে আয় করেন ২ লাখ টাকা। এ ছাড়া গরুর বাজারের ইজারা বাবদ দুই লাখ ও মরিচের খেত থেকে এক লাখ টাকা করে আয় করেন। তবে দুদকের অনুসন্ধানে এর সত্যতা মেলেনি।সুত্র, প্রথম আলো

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পের মানবিক কার্যক্রম পর্যবেক্ষণে ইউনাইটেড নেশন টিম

কক্সবাজারের উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ইউনাইটেড নেশন ফোরাম বাংলাদেশ স্টাডি প্রোগ্রাম (BSP) এর ...

কক্সবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে ধর্ম ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ

কক্সবাজারে বাল্যবিবাহ শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে অনুষ্ঠিত হলো “বাল্যবিবাহ প্রতিরোধে করণীয়” শীর্ষক আন্তঃধর্মীয় নেতৃবৃন্দের ...