ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯/১০/২০২৪ ৮:০১ পিএম

মাদক ব্যবসার মাধ্যমে ২ কোটি ৩৯ লাখ ২৯ হাজার ৯১০ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ভোগ দখলে রাখার অভিযোগে বদিউর রহমান নামের কক্সবাজারের টেকনাফের এক বাসিন্দার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার বিকেলে দুদক কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ে বদিউর রহমানের বিরুদ্ধে মামলাটি করেন সংস্থার সহকারী পরিচালক মো. নছরুল্লাহ হোসাইন। বদিউর টেকনাফ সদর ইউনিয়নের কচুবনিয়া গ্রামের মৃত হাকিম আলীর ছেলে।

মামলার সত্যতা নিশ্চিত করেছেন দুদক সমন্বিত কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমেদ। তিনি প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে বদিউর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও ভোগ দখলে রাখার সত্যতা প্রমাণিত হয়েছে। বিপুল অর্থসম্পদের মালিক হলেও বদিউর রহমানের আয়কর নথি পাওয়া যায়নি। দুদক মামলাটির তদন্ত করে বদিউরের আরও অবৈধ সম্পদের অনুসন্ধান করবে। বদিউর রহমানের বিরুদ্ধে একাধিক মাদক ও ফৌজদারি অপরাধের মামলা রয়েছে বলেও জানান দুদক কর্মকর্তা সুবেল আহমেদ।

মামলার এজাহারে বলা হয়, বদিউর রহমানসহ ৭৫ জন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে দুদকের প্রধান কার্যালয়ে অভিযোগ করা হয়। বদিউর রহমান দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ১৪ লাখ ২২ হাজার ৪৫৫ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করেছেন। একই সঙ্গে জ্ঞাত আয়বহির্ভূত ২ কোটি ২৫ লাখ ৭ হাজার ৪৫৫ টাকার সম্পদ ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

সম্পদ বিবরণীতে বদিউর রহমান উল্লেখ করেছেন, মহেশখালীয়া পাড়া, খোনকারপাড়া ও কচুবনিয়াতে ১৬ কানি জমির চাষাবাদ থেকে চাল বিক্রির মাধ্যমে তিনি বছরে আয় করেন ২ লাখ টাকা। এ ছাড়া গরুর বাজারের ইজারা বাবদ দুই লাখ ও মরিচের খেত থেকে এক লাখ টাকা করে আয় করেন। তবে দুদকের অনুসন্ধানে এর সত্যতা মেলেনি।সুত্র, প্রথম আলো

পাঠকের মতামত

টেকনাফে ঘুষ ছাড়া ট্রান্সফরমার বদল নয়; পবিসের নিম্নস্তরের কর্মকর্তাদের টাকা আদায়ের অভিযোগ

সাধারণত অতিরিক্ত লোড এবং প্রকৃতিগত সমস্যার কারণে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার নষ্ট হয়ে থাকে। আর নষ্ট ...

কক্সবাজারের ইউএনওকে গ্রেফতার করতে বললো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দেয়া পর্যটক

জাহাজযোগে সেন্টমার্টিন যেতে যাত্রাবিলম্ব হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১‘প্রশাসনিক কর্মকর্তা’ দাবি করে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী ...

সমুদ্র বুকে নির্মাণাধীন বিমানের রানওয়ে উচ্ছেদের সুপারিশ বিআইডব্লিউটিএ’র

কক্সবাজার বিমান বন্দর রানওয়ে সম্প্রসারণ প্রকল্পের সমুদ্র বুকে রানওয়ে নিমার্ণের জন্য স্থাপিত জেটিসহ অন্যান্য স্থাপনা ...

রঙ্গিখালী মাদরাসা মাঠে ফুটবল টুর্নামেন্টে ক্ষোভ, বন্ধে শীর্ষ নেতাদের হস্তক্ষেপ কামনা

শামসুল আলম শারেক,টেকনাফ: টেকনাফের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রঙ্গিখালী দারুল উলুম ফাজিল ডিগ্রী মাদরাসা মাঠে ফুটবল ...