প্রকাশিত: ১৫/০৩/২০১৮ ৩:২৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:২৬ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
বাগেরহাটে ৪ রোহিঙ্গাসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ মার্চ) সকাল ১১টায় বাগেরহাট শহরের রাহাতের মোড় থেকে এদেরকে আটক করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানায়, খানজাহান আলী (রহঃ) এর মাজার দেখতে গিয়ে বাগেরহাটে এসেছে।

আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার লেদা মেকশি ফট ক্যাম্পের শুনা আলী (৬৫), শুনা মিয়ার মেয়ে রাশিদা (২০), আলী হালী ক্যাম্পের আবু তাহেরের মেয়ে মিনারা (১৯)। এদের সহযোগী বাংলাদেশী নাগরিক কক্সবাজার জেলার বড় মহেষখালী জাগিরাঘোনা গ্রামের তোফাইল আহমেদের ছেলে মোঃ ইলিয়াছ (২৮)। এদেরকে বাগেরহাট মডেল থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদের মধ্যে শুনা মিয়াকে চিকিৎসা করানোর জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার অনুমতি দিয়েছিল ক্যাম্পের কর্মকর্তারা।

রোহিঙ্গাদের সাথে আসা মোঃ ইলিয়াস বলেন, তারা সবাই বুধবার বাগেরহাটে আসে। খানজাহান আলী (রহঃ) এর মাজার দেখানোর উদ্দেশ্যে তাদেরকে এখানে নিয়ে আসা হয়।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহতাব উদ্দিন বলেন, সকালে শহরের রাহাতের মোড়ে সন্দেহজনক ভাবে ৫ জন লোক ঘোরাঘুরি করছিল। খবর পেয়ে আমার পুলিশ ফোর্স পাঠিয়ে তাদেরকে থানায় নিয়ে আসা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এদের মধ্যে ৪ জন রোহিঙ্গা এবং ১ জন তাদের সহযোগী বাংলাদেশী নাগরিক। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকের মতামত

মিয়ানমারের আরেক গুরুত্বপূর্ণ শহর বিদ্রোহীদের দখলে

মিয়ানমারের বিদ্রোহীরা দেশটির আরও একটি গুরুত্বপূর্ণ শহরের দখল নিয়েছে। মিয়ানমারের জান্তাবিরোধী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী তা’আং ...

সপ্তাহজুড়ে বৃষ্টির আভাস

আবহাওয়া অধিদপ্তর আগামী সপ্তাহজুড়ে সারাদেশে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে। সেই সঙ্গে সপ্তাহজুড়ে বৃষ্টির ...

চট্টগ্রাম-কক্সবাজার ও দূরপাল্লার ট্রেন পটিয়া স্টেশনে যাত্রা বিরতির দাবি

চট্টগ্রাম–কক্সবাজার ও দূরপাল্লার ট্রেন পটিয়া স্টেশনে যাত্রা বিরতিসহ বিভিন্ন দাবিতে রেলমন্ত্রী জিল্লুল হাকিমকে স্মারকলিপি দিয়েছেন ...