প্রকাশিত: ২৫/০১/২০১৭ ৯:৫৬ এএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ:

মিয়ানমারে আটক বাংলাদেশী নাগরিক ফিরিয়ে আনতে বুধবার ২৫ জানুয়ারী মিয়ানমারের মংডু টাউনশীপে বাংলাদেশ-মিয়ানমার দ্বিপাক্ষিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। পতাকা সভায় টেকনাফস্থ ২ বিজিবি অধিনায়কের পক্ষে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সহকারী পরিচালক আবু রাসেল সিদ্দিকী।

উক্ত তথ্য নিশ্চিত করে টেকনাফস্থ ২ বিজিবি সদর দপ্তর থেকে জানানো হয়েছে,  ২৫ জানুয়ারী মিয়ানমারের মংডু টাউনশীপে বাংলাদেশ-মিয়ানমার দ্বিপাক্ষিক পতাকা সভা শেষে বাংলাদেশী নাগরিক নিয়ে ফিরে এসে দুপুর ১২টায় টেকনাফ সদর বিওপির জেটি ঘাটে প্রেস ব্রিফিং দেয়া হবে।

পাঠকের মতামত

চাঁদাবাজির অভিযোগ করায় ক্ষিপ্ত হয়ে রামু যুবদল নেতার এলোপাতাড়ি গুলি

রামুর দক্ষিণ মিঠাছড়িতে প্রকাশ্যে এলোপাতাড়ি গুলি চালানোর ঘটনা ঘটেছে। সেনাবাহিনীর কাছে চাঁদাবাজির অভিযোগ করায় ক্ষিপ্ত ...

অস্ত্র কেনাবেচায় বিকাশ লেনদেন, কক্সবাজারে র‌্যাবের জালে তিন কারবারি

পর্যটনকেন্দ্রিক শহর কক্সবাজারের আড়ালে গড়ে উঠছে অস্ত্র কারবারিদের গোপন নেটওয়ার্ক। মাদক, মানবপাচার ও ছিনতাইয়ের পাশাপাশি ...