শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি::
বান্দরবানের সিনিয়র সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমেদ চৌধুরীর মৃত্যুতে শুক্রবার (২৬আগস্ট) দুপুর ২.৩০ টায় নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবে এক শোকসভা অনুষ্টিত হয়েছে।
প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরীর সভাপতিত্বে শোক সভা ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন নাইক্ষ্যংছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা বশির উদ্দিন।
সাংবাদিক সেলিম আহমদ চৌধুরীর স্মৃতি চারণ করে আলোচনায় বক্তারা বলেন, সবাই তাকে চিনতেন, তার ভালো দিক সম্পর্কে জানতেন। সাংবাদিকদের অধিকার আদায়ে তিনি সব সময় আন্দোলন সংগ্রাম করেছেন। তাঁর কাছে সবাই ছিলেন সমান।
প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.আবুল বাশার নয়নের পরিচালনায় দোয়া মাহফিলে অংশ নেন ডিজিএফআই প্রতিনিধি কামাল উদ্দিন, এনএসআই প্রতিনিধি বোরহান উদ্দিন আহমদ চৌঃ, ডিএসবি প্রতিনিধি আনোয়ারুল ইসলাম, সাংবাদিক জয়নাল আবেদীন টুক্কু, মাহামুদুল হক বাহাদুর, তৈয়ব উল্লাহ, আবু শাহমা, পত্রিকা এজেন্ট কামাল, ব্যবসায়ী মিজান, কিবরিয়া প্রমুখ।
দোয়া মাহফিলে সাংবাদিক সেলিম উদ্দিনের আত্মার মাগফেরাত কামনাসহ সকল সাংবাদিক ও প্রেসক্লাব সংশ্লিষ্টদের জন্য দোয়া করা হয়।