
ছনি চৌধুরী
হবিগঞ্জ থেকে:
নবীগঞ্জে ২সন্তানের জনক ও ইউপি সদস্যের বাড়িতে বিয়ের জন্য অনশন করছে কলসুমা নামে এক কলেজ ছাত্রী । এ নিয়ে এলাকাজুড়ে তোলপাড় চলছে। উপজেলার বড় ভাকৈর(পূর্ব) ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য ও বাগাউড়া গ্রামের জালাল উদ্দিন এর পুত্র দুলন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটেছে ।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউপি সদস্য দুলন মিয়া ভাবে সাংসারিক ভাবে ২সন্তানের জনক, দীর্ঘদিন ধরে বিবাহ বন্ধনে অবদ্ধ থাকলেও দুলন মিয়ার সাথে একই গ্রামের ছনর আলীর মেয়ে নবীগঞ্জ ডিগ্রি কলেজের স্নাতক ১ম বর্ষেও ছাত্রী কলসুমা বেগম(২৩) এর প্রেমের সম্পর্ক চলে আসছে। এরই জের ধরে বুধবার (১৫ নভেম্বর) বেলা ১১টা থেকে বিয়ের দাবীতে ইউপি সদস্য দুলন মিয়া’র বাড়িতে অনশন করে আসছেন কলসুমা।
এ খবর চারিদিকে ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ইউপি সদস্য দুলন মিয়া’র বাড়িতে ভিড় জমান। এ ব্যাপারে বড় ভাকৈর(পূর্ব) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিক মিয়ার সাথে যোগাযোগ করা তিনি জানান, শুনেছি দুলন মিয়া’র বাড়িতে হঠাৎ করে একটি মেয়ে এসে সেখানেই রয়েছে, এক প্রশ্নের জবাবে তিনি জানান মেয়েটির বিষয়ে আমি কিছু জানিনা, অনশন করছে কী না এবিষয়ে কিছু জানিনা । ইউপি সদস্য দুলন মিয়া’র মোবাইল নং ০১৭১৭১৩০৬৬১ তে বার বার যোগাযোগ করা হলে ফোন রিছিব করেননি । সংবাদটি লেখা পর্যন্ত কলসুমা বেগম ইউপি সদস্য দুলন মিয়া’র বাড়িতে অনশনরত অবস্থায় রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পাঠকের মতামত