প্রকাশিত: ০৫/০৬/২০১৭ ৯:৪৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:০১ পিএম

উখিয়া নিউজ ডটকম::

অবিশ্বাস্য হলেও সত্য এখন মাত্র সাড়ে তিন হাজার টাকায় আকাশ পথে কক্সবাজার থেকে ঢাকা আর ঢাকা থেকে কক্সবাজার যাতায়ত করা যাবে। গতকাল ৩ জুন বোয়িং বিমানে করে যাত্রীরা মাত্র সাড়ে তিন হাজার টাকায় কক্সবাজার থেকে ঢাকা গিয়েছেন যাত্রীরা। সবাই অবাক যেমন হয়েছেন তেমনি খুশিও স্বল্প খরচে বিমানে চড়তে পেরে।

কক্সবাজারে বিমান সূত্রে জানা গেছে, দেশের প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজারে যাতায়াতে আরো সহজতর করা এবং অভ্যন্তরীণ বোয়িং ফ্লাইটকে জনপ্রিয় করে তোলার জন্যই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। কক্সবাজার বিমানের জেলা ম্যানেজার জাহাঙ্গীর আলম কালের কণ্ঠকে বলেন, বিমানের ভাড়া নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ পবিত্র রমজান মাসের বিষয়টিকে প্রাধান্য দিয়েই ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ’ তবে এ সিদ্ধান্ত পুরো রমজান মাসই থাকছে।

প্রতি সপ্তাহের বৃহষ্পতিবার এবং শনিবার এই দুইদিন বিমানের বোয়িং ফ্লাইটটি ঢাকা-কক্সবাজার রুটে চলাচল করছে। প্রতিটি ফ্লাইটে ১৬২ আসন রয়েছে। ঢাকা-কক্সবাজার রুটে সময় লাগে মাত্র ৪৫ মিনিট। একদিকে সময় এবং অপরদিকে ভাড়া হ্রাসের কারণে যাত্রীরা আকাশ পথকেই বর্তমানে ভালভাবে বাছাই করে নিয়েছে।

গত শনিবার সাড়ে তিন হাজার টাকায় বিমান টিকেট পেয়ে মহেশখালীর মৌলভী মঞ্জুর আলম বলেন, আমি আশা করিনি এমন কম ভাড়ায় বিমানে চড়ে ঢাকা যেতে পারবো। যেখানে আড়াই/দুই হাজার টাকা এসি কোচের ভাড়া দিতে হয়। তাও আবার ১০ থেকে ১২ ঘণ্টা সময় লাগে। আর মাত্র ৪৫ মিনিটে মাত্র সাড়ে তিন হাজার টাকায় বিমানে চড়ে ঢাকা যাওয়া সবার জন্য খুশির খবর।

সৌদি প্রবাসী উখিয়ার নুরুল আলম বলেন, আগে বিমানে করে ঢাকা যেতে যেখানে ৬ থেকে ১০ হাজার টাকা গুনতে হতো এখন মাত্র সাড়ে তিন হাজার টাকায় ঢাকা যেতে পারছি। এমন ভাড়া নিয়মিত রাখা সম্ভব হলে সবাই নিয়মিত বিমানের যাত্রী হবে আর এতে করে পর্যটকরা কক্সবাজারমুখি হবে। বিকশিত হবে কক্সবাজারের পর্যটন শিল্পও।

প্রসঙ্গত গত ৬ মে প্রধানমন্ত্রী কক্সবাজার বিমান বন্দরে উদ্ভোধন করেন ঢাকা-কক্সবাজার পথে বিমানের ৭৩৭ বোয়িং ফ্লাইট চলাচল শুরু করে।

পাঠকের মতামত

উপকূলের ম্যানগ্রোভে বিশ্বস্বীকৃতি—দ্য আর্থশট প্রাইজ জিতলো ফ্রেন্ডশিপ

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পরিবেশ পুরস্কার ‘দি আর্থশট প্রাইজ ২০২৫’ জিতেছে বাংলাদেশের সামাজিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ। ...

রোহিঙ্গার হাতে এনআইডি : নির্বাচন কর্মকর্তার সঙ্গে আসামি চসিকের কর্মচারীও

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) শুলকবহর ওয়ার্ড কার্যালয়ে জালিয়াতির মাধ্যমে জন্ম নিবন্ধন এবং পরবর্তীতে এটি ব্যবহার ...

রোহিঙ্গা সংকটে মানবপাচার রোধে একসঙ্গে কাজ করবে আইওএম ও এইচসিআই

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং কানাডার প্রাচীনতম মুসলিম ত্রাণ সংস্থা হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল (এইচসিআই) ও ...

উখিয়া অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

উখিয়া অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ...

রোহিঙ্গা নারীকে নাগরিকত্ব সনদ দেওয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরখাস্ত

এক রোহিঙ্গা নারীকে অবৈধভাবে নাগরিকত্ব সনদ দেওয়ায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ...