উখিয়ায় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন
“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” প্রতিপাদ্য নিয়ে কক্সবাজারের ...
কক্সবাজারের আওতাধীন রেজু খাল যৌথ চেকপোস্টের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১৭৫০ পিস ইয়াবা সহ ৩ জনকে আটক করেছেন। এ সময় তাদের বহনকারী সিএনজি গাড়িটি জব্দ করেন। ইয়াবা ও সিএনজির আনুমানিক মূল্য ১০ লক্ষাধিক টাকা বলে বিজিবি জানিয়েছেন। রোববার আটককৃতদের কক্সবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে রামু থানার ওসি জানিয়েছেন। আটককৃতরা হলেন টেকনাফ উপজেলার কচুবনিয়া গ্রামের মৃত আবদুল হকের ছেলে আবদুর রহিম (৪৪), তার স্ত্রী হামিদা বেগম (৩৫) ও মেয়ে ছামিরা (১৮)। রেজু খাল যৌথ চেকপোস্টের টহল কমান্ডার মোঃ শরিফ উল্লাহ বলেন, শনিবার রাতে টেকনাফ থেকে কক্সবাজার মূখী যাত্রীবাহী সিএনজিকে তল্লাশী চালিয়ে ইয়াবা ও ৩ পাচারকারীকের আটক করেন।
পাঠকের মতামত