উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫/০৪/২০২৫ ৮:২২ এএম

চট্টগ্রামের মিরসরাইয়ে মাত্র চার ঘণ্টার ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী যুবক ও এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।



নিহতরা হলেন- উপজেলার কাটাছরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তেতৈয়া এলাকার শ্যামসুন্দর মহাজন বাড়ির শিবু চন্দ্র নাথের ছেলে সীমান্ত দেবনাথ (২৪) ও উপেজলার নিজামপুর এলাকার ইয়াসিনের স্ত্রী এসএসসি পরীক্ষার্থী সাদিয়া ইয়াসমিন জুথি (১৯)।

শুক্রবার (৪ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার মিঠাছরা ও রাত সাড়ে ৮টায় বড়তাকিয়া বাইপাস এলাকায় পৃথক দুটি দুর্ঘটনা ঘটেছে।



নিহত সীমান্ত নাথের স্বজন রুপন চন্দ্র নাথ জানান, সীমান্ত বিকেলে মোটরসাইকেলযোগে সীতাকুণ্ডে তার এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। পথে মিঠাছরা বাজারের উত্তর পাশে মুচি পোল এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে তিনি গাড়ি থেকে ছিটকে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। সীমান্ত নাথের জোরারগঞ্জ আবুরহাট সড়কে একটি ফ্রিজ মেকানিকের দোকান রয়েছে।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ফাহিম ফেরদৌস বলেন, সন্ধ্যা ৬টায় সীমান্ত নাথকে হাসপাতালে আনা

হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, বিকেলে নিজের মোটরসাইকেল (চট্ট মেট্রো-হ ১৮-৭২৩৮) নিয়ন্ত্রণ হারিয়ে সীমান্ত দেবনাথ নামের একজন নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

একইদিন রাত সাড়ে ৮টায় উপজেলার বড়তাকিয় বাইপাস এলাকায় বাসের ধাক্কায় সাদিয়া আফরিন নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।




সাদিয়ার স্বামী ইয়াসিন জানান, জুথি বাসা থেকে বড়তাকিয়া দুয়ারু এলাকায় তার নানা বাড়ি যাচ্ছিল। বাস থেকে নেমে ব্যাটারিচালিত রিকশাযোগে যাওয়ার পথে বাসের ধাক্কায় তার মৃত্যু হয়। জুথি আবুল কাশেম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।




ফৌজদারহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, বড়তাকিয়া বাইপাস এলাকায় দুর্ঘটনায় একজন নিহতের খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

বাঁকখালীতে উচ্ছেদ অভিযান – প্রশাসনকে লক্ষ্য করে হা’ম’লায় পুলিশ সদস্য আহত

কক্সবাজারের বাঁকখালী নদীতে অবৈধ দখল উচ্ছেদ অভিযানে প্রশাসনকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসময় ...

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক প্রশস্তকরণ, পদক্ষেপ জানাতে হাইকোর্টের নির্দেশনা

দেশের পর্যটন রাজধানী কক্সবাজারের প্রবেশদ্বার চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক প্রতিদিন হাজার হাজার যাত্রী, পণ্যবাহী ট্রাক, পর্যটন বাস ...

আইএফআইসি ব্যাংক: পর্ষদ পুনর্গঠনের পর আমানত বেড়েছে প্রায় ৮ হাজার কোটি টাকা

দেশের ব্যাংক খাতে তারল্য সংকট সত্ত্বেও আইএফআইসি ব্যাংক পিএলসিতে আমানত ক্রমাগত বাড়ছে। দেশের ব্যাংক খাতে ...