প্রকাশিত: ২৫/১০/২০১৬ ৭:২৪ এএম

azadমাছুম বিল্লাহ : শুধু আওয়ামী লীগের সঙ্গেই নয়, বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও ভারতীয় জাতীয় কংগ্রেস সম্পর্ক উন্নয়ন করবে বলে মন্তব্য করেছেন ভারতের রাজ্যসভার বিরোধীদলীয় নেতা গোলাম নবী আজাদ।
আমাদের সময় ডটকমকে রোববার দেয়া এক সাক্ষাতকারে ভারতের সাবেক মন্ত্রী ও কংগ্রেসের সাধারণ সম্পাদক গোলাম নবী আজাদ বলেন, ‘কংগ্রেস ও আওয়ামী লীগের সম্পর্ক অনেক পুরোনো ও দৃঢ়। ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ নানা সময়ে দুটি দল কাছাকাছি থেকেছে। শুধু আওয়ামী লীগই নয়, বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে কংগ্রের সম্পর্ক রয়েছে। তাদের সঙ্গে সেই সম্পর্ক আরো গভীর করবে কংগ্রেস।’
তিনি বলেন, ‘শুধু রাজনৈতিক দলগুলোর সঙ্গেই নয়, এদেশের মানুষের সঙ্গেও সম্পর্ক উন্নয়ন করবো। কংগ্রেস যেমন অনেক প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশের স্বাধীনতার আন্দোলনে এ দেশের মানুষের পক্ষে দাঁড়িয়েছিল। এখনো এদেশের মানুষের পক্ষেই থাকবে।’
কংগ্রেসের সঙ্গে বিএনপির সম্পর্ক আগাগোড়াই ভালো ছিল না। এ দল দুটোর মধ্যে রয়েছে আস্থা ও বিশ্বাসের সংকট। বিএনপি মনে করে কংগ্রেস আওয়ামী লীগের দীর্ঘ দিনের মিত্র। কংগ্রেস যেমন বিএনপিকে আস্থায় নিতে পারেনি আবার তারা আওয়ামী লীগকে ছাড়তেও পারেনি-এমন অভিযোগ রয়েছে? এমন প্রশ্নের জবাবে গোলাম নবী আজাদ বলেন, ‘এ অভিযোগের ভিত্তি নেই। বিএনপির অনেক নেতাদের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে। তাদের সঙ্গে আমাদের সম্পর্কও রয়েছে। এছাড়াও বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গে কংগ্রেসের শীর্ষ পর্যায়ের নেতাদের কথা হয়, হচ্ছে।’
২০১৩ সালে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে খালেদা জিয়া সাক্ষাত না করায় কংগ্রেসের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছি কিনা- এমন প্রশ্নের জবাবে ভারতের রাজ্যসভার বিরোধীদলীয় নেতা গোলাম নবী আজাদ বলেন, ‘না এ বিষয়টি সম্পর্কের ক্ষেত্রে কোন প্রভাব ফেলেনি। সে সময় কোন এক পরিস্থিতির কারণে হয়তো তিনি দেখা করেননি। এরপরেও প্রণব মুখার্জি এবং কংগ্রেসের অন্যান্য নেতাদের সঙ্গে তার (খালেদা জিয়া) কথা হয়েছে।’

পাঠকের মতামত

বিএনপির আসনভিত্তিক প্রার্থী প্রায় চূড়ান্ত, কক্সবাজার-১ সালাহউদ্দিন আহমেদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসনভিত্তিক একক প্রার্থী প্রায় চূড়ান্ত করে ফেলেছে বিএনপি। এরই মধ্যে হাইকমান্ড ...

পহেলা নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন পর্যটকরা : পরিবেশ উপদেষ্টা

১ নভেম্বর থেকে পর্যটকরা সেন্টমার্টিন যেতে পারবেন বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার ...

শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫ শতাংশ হারে সর্বনিম্ন ২০০০ টাকা নির্ধারণ

লাগাতার আন্দোলনের মুখে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের পাঁচ ...

শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ আগুন, ঢাকাগামী ফ্লাইট যাচ্ছে চট্টগ্রাম-কলকাতায়

হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৬ টি ইউনিট করছে। আগুনের ...