প্রকাশিত: ১২/১১/২০১৬ ৯:০২ পিএম

শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর::

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ইসলামপুর এলাকায় জেবি পরিবহন বাসের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী নিহত ও অপর এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। নিহত মোহাম্মদ মনির (২৪) ইসলামাবাদ ইউছুপেরখীল এলাকার মৃত ছৈয়দ আলমের পুত্র বলে জানা গেছে। আহত রাশেদ একই ইউনিয়নের হাজী পাড়া এলাকার হাফেজ বদিউল আলমের পুত্র রাশেদ। ১১ নভেম্বর সকাল ৯টায় এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে ইসলামপুর চাকার দোকান নামক স্থানে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত ও আহত ব্যক্তিরা চকরিয়া থেকে বাড়ী ফেরার পথে বর্ণিত স্থানে পৌছলে চট্টগ্রামমুখী জেবি পরিবহনের একটি বাস তাদেরকে সজোরে ধাক্কায় দেয়। স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মনিরের মৃত্যু হয় বলে পারিবারিক সূত্রে জানা যায়। তার অকাল মৃত্যুতে এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে। একই দিন স্থানীয় জামে মসজিদ কবরস্থানে তার জানাযা শেষে দাফন করা হয়।

পাঠকের মতামত