
সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বাল্য বিবাহ মুক্ত করণে উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাদেকুর রহমান এবার পুরস্কার ঘোষণা করেছেন। ১৮ বছরের নিচে কোন মেয়ের বিয়ের আনুষ্ঠানিকতা ও পরিকল্পনা চলছে এমন খবর মোবাইল ফোনে জানালে তথ্য দাতাকে যথাযথ সম্মানের পাশাপাশি দেয়া হবে পাঁচশ’ টাকা উপহার।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাল্য বিয়ে প্রতিকার বিষয়ে দিন ব্যাপী এক কর্মশালায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাদেকুর রহমান জানান, বাল্য বিয়ে দূর করতে সবাইকে সচেতন হতে হবে। এর কুফল সম্পর্কে অনেকেই কিছু জানেনা। তাই কাউকে নিরক্ষর থাকা যাবেনা। যেকোন মূল্যে এই সামাজিক ব্যাধিকে আমাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিহত করতে হবে।
চৌহালীর যেকোন গ্রামে ১৮ বছরের নিচে মেয়ের বিয়ে অনুষ্ঠানের খবর দিলে সাথে-সাথে আমরা আয়োজনকারীসহ বরকে আটক করবো। এক্ষেত্রে কাউকে ছাড় দেয়া যাবেনা। শুধু কি তাই এখন থেকে যে একরম ঘটনার তথ্য মোবাইল ফোনে দেবে তাকে পাঁচশ’ টাকা পুরস্কার দেয়া হবে। এসময় থানার ওসি আকরাম হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক সরকার, উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর ফিরোজ, ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মণ্ডল, রাশেদুল ইসলাম সিরাজ, শহিদুর রহমান, প্রমুখ বক্তব্য রাখেন।
এ কর্মশালায় শিক্ষক, ইমাম সহ সমাজের প্রতিনিধিরা অংশ নেন। এদিকে উপজেলা নির্বাহী অফিসার ছাদেকুর রহমানের বাল্য বিয়ে প্রতিরোধে এমন ব্যতিক্রমী উদ্যোগের ঘোষণায় চৌহালী জুড়ে আলোড়ন তুলেছে।
পাঠকের মতামত