ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬/০১/২০২৩ ৯:২৬ এএম

সৌদি আরবে ৩ তলা ভবনের ছাদ থেকে পড়ে প্রাণ হারিয়েছেন রামুর জামান মোঃ ইমাম রাশেদ মামুন (২৯)। তিনি কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া গ্রামের আশরাফজামানের ছেলে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ সময় বিকাল ৪ টায় সৌদি আরবের মক্কা নগরীতে এ দূর্ঘটনা ঘটে।
নিহত মামুন ২ সন্তানের জনক। মৃতদেহ দেশে আনা হবে কিনা এ নিয়ে বুধবার রাত পর্যন্ত পারিবারিকভাবে সিদ্ধান্তহীনতায় রয়েছে। এদিকে বাবাকে শেষ বারের মতো দেখার আকুতি জানিয়ে সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন নিহত মামুনের দুই শিশু ওয়ারিশা আওয়াদ ইউহি (৯) ও আশফাক জামান ইলহাম (৪)। ভিডিওটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
জানা গেছে- নিহত মামুন মঙ্গলবার সৌদি আরবে নির্মাণাধিন ৩ তলা ভবনের কাজ শেষ করে মালিককে বুঝিয়ে দিচ্ছিলেন। ছাদ পরিমাপকালে অসাবধানতাবশত পা পিছলে ৩ তলার ছাদ থেকে নিচে পড়ে যান। এতে মাথা ও শরীরে গুরুতর জখমপ্রাপ্ত হন মামুন। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

মামুনের নিকটাত্মীয় গোলাম মোস্তফা বাবুল জানান- বুধবার রাত পর্যন্ত মৃতদেহ দেশে আনার বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। তবে তার দুই শিশু সন্তানের বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
পারিবারিক সূত্রে জানা গেছে- মামুন দীর্ঘ ৮/৯ বছর ধরে জীবিকার তাগিদে সৌদি আরবে ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে এক মেয়ে, মা-বাবা, ভাই-বোনসহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

পাঠকের মতামত

সিসিটিভি ক্যামেরায় নিয়ন্ত্রিত থাকবে প্রতিটি কেন্দ্র সুষ্ঠু নির্বাচন উপহার দিতে হার্ডলাইনে প্রশাসন

কক্সবাজার পৌরসভার নির্বাচনের ভোট গ্রহণের সময় মধ্যখানে বাকি মাত্র দুই দিন। আগামী ১২ জুন অনুষ্ঠিত ...

রোহিঙ্গাদের নিয়ে নতুন সংকট

জাতিসংঘ সহায়তা কমিয়ে দিচ্ছে, অভ্যন্তরীণ বাজেট থেকে ভর্তুকি দেওয়ারও অবস্থা নেই, ঠিক এমন পরিস্থিতিতে পাইলট ...

‘ভোট ডাকাতি’র বক্তব্য দেওয়া উখিয়ার ইমরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসির চিঠি

কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে ‘ভোট ডাকাতি করে নৌকার প্রার্থীকে জয়ী করে আনার’ বক্তব্য দেওয়া ...