প্রকাশিত: ১৯/১১/২০১৬ ৯:১৬ পিএম

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি::
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী মডেল কে.জি স্কুলে পিএসসি পরীক্ষার্থীদের বিদায় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৯ নভেম্বর শনিবার সকাল ১০ টার সময় বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাইশারী মডেল কে.জি স্কুলের অধ্যক্ষ মোঃ হাসান আলী। পবিত্র কোরআন তেলোয়াত ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদায়ী ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে ইউপি চেয়ারম্যান মোঃ আলম কোম্পানী বলেন, শিক্ষা জীবনের মূল ভিত্তি হচ্ছে প্রাথমিক শিক্ষা। বর্তমান সরকার প্রাথমিক শিক্ষাকে অধিক গুরুত্ব দিয়ে সকল রেজিষ্টার্ট প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণের আওতায় এনেছে। এছাড়া বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে পাঠ্য বই তুলে দিয়েছেন। তিনি আরো বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাই সকল শিশুকে যথাসময়ে বিদ্যালয়ে পাঠানোর জন্য উপস্থিত সকল অভিভাবকদের প্রতি আহ্বান জানান এবং বাল্য বিয়ে থেকে দূরে থাকার জন্য পরামর্শ দেন।

সহকারী শিক্ষক নুরুল আমিনের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যক্ষ মোঃ আবুল নাছের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর, সাবেক ইউপি চেয়ারম্যান জালাল আহামদ, বাইশারী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও সাবেক চেয়ারম্যান নুরুল হাকিম, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক রাজনৈতিক দলের ইউনিয়ন শাখার সভাপতি বাবু নিউহ্লামং মার্মা, প্রধান শিক্ষক কামাল হোছাইন, সাংবাদিক আব্দুল হামিদ, যুবলীগ নেতা আবু জাফর, সাবেক ইউপি সদস্য আজিজুল হক প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, বাইশারী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ সাহাব উদ্দিন, ইউপি সদস্যা সাবেকুন্নাহার, অভিভাবক সদস্য মাহবুবুল করিম, দাতা সদস্য মোঃ মোশারফ আলী, সমাজ সেবক ডাঃ মির্জা এনামুল হক, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জলিলুর রহমান, সাবেক ছাত্রলীগ সভাপতি এন.কে রাশেদ, ব্যবসায়ী মোঃ ইলিয়াছ, বাইশারী উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সদস্য হাফেজ মোঃ আলম, আওয়ামী লীগ নেতা মাওঃ আব্দুর রহিম প্রমুখ।

অনুষ্ঠান শেষে সাবেক প্রধান শিক্ষক মওঃ আব্দুর রহমানের মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং বিদায়ী ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ প্রার্থনা করা হয়।

পাঠকের মতামত

শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও রিফাত আসমা 

শীত মৌসুমের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ার প্রেক্ষাপটে বিদ্যালয়মুখী উপস্থিতি নিশ্চিত করতে উখিয়া উপজেলার সিকদার ...

উখিয়ায় রাতের আঁধারে অবৈধ মাটি উত্তোলন, দেড় লাখ টাকা জরিমানা

কক্সবাজারের উখিয়া উপজেলায় অবৈধভাবে ভূগর্ভস্থ মাটি উত্তোলন ও মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজনকে ...

সালাহউদ্দিন আহমদের নির্বাচনী সম্ভাব্য ব্যয় ৫০ লাখ, উৎস নিজস্ব তহবিল

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নির্বাচনী সম্ভাব্য ব্যয় ...

ভুক্তভোগীদের আর্তনাদ-‘বন্ধ হোক ঘুষের রাজত্ব’উখিয়া সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতি ও অনিয়মের মহোৎসব

সীমান্তবর্তী কক্সবাজারের উখিয়া সাব-রেজিস্ট্রার অফিসে চলছে লাগামহীন দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অনিয়মের মহোৎসব। সিসিটিভি থাকা সত্ত্বেও ...