প্রকাশিত: ১৬/০৯/২০২১ ৮:৫৭ এএম

বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া ১৪ রোহিঙ্গা নেপালে আটক হয়েছে। স্থলপথে তারা নেপালের রাজধানী কাঠমান্ডুতে গিয়েছিল বলে দেশটির পুলিশ জানিয়েছে।

আটককৃত রোহিঙ্গাদের ইমিগ্রেশন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বুধবার জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম খবরহাব।

কাঠমান্ডু মেট্রোপলিটন পুলিশ রেঞ্জের প্রধান এসএসপি অশোক সিং জানিয়েছেন, কয়েক দিন আগে রোহিঙ্গারা কাঠমান্ডু এসেছিলেন। তাদের আটকের পর পুলিশ হেফাজতে নেওয়া হয়। সোমবার তাদেরকে ইমিগ্রেশন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

তিনি বলেন, ‘কিছু নতুন রোহিঙ্গা এসেছে। আমাদের কাছে আগের তথ্য ছিল। আমরা তাদেরকে ইমিগ্রেশন বিভাগের কাছে হস্তান্তর করেছি।’

কীভাবে এই রোহিঙ্গারা নেপালে প্রবেশ করেছে জানতে তদন্ত চলছে বলে জানিয়েছেন ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক নারায়ন প্রসাদ ভাট্টারিয়া।

তিনি বলেন, ‘তাদের আসার ব্যাপারে তদন্ত চলছে। তদন্ত চলমান থাকায় এই মুহূর্তে বেশি কিছু বলা যাচ্ছে না। তারা বৈধভাবে নাকি অবৈধভাবে এসেছে তা এই মুহূর্তে আমরা বলতে পারছি না।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আসিয়ান

রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় মিয়ানমারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি ...

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ...