‘রোহিঙ্গাদের চাকরি এবং আশ্রয় দিলে আইনগত ব্যবস্থা’
রোহিঙ্গাদের চাকরি এবং আশ্রয় দিলে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ...

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশে রাখাইনের আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) উপস্থিতি নেই। আমরা বাংলাদেশে আরসা দেখিনি।
রোববার (১৯ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এক প্রশ্নের উত্তরে ড. মোমেন বলেন, আমরা দেখতে চাই কারা কারা আরসা। জাতিসংঘের প্রতিনিধি যদি বলে থাকেন, তাহলে তারা দেখিয়ে দিক, আমরা দেখি।
অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা রোহিঙ্গাদের ফ্রি মোবালিটি (অবাধ চলাচল) দিতে রাজি নই। তারা (জাতিসংঘসহ অন্যান্য বিদেশি সংস্থা বা দেশ) যদি কেউ রোহিঙ্গাদের উন্নত জীবন দিতে চান, তাহলে তাদের নিয়ে যাক।তিনি আরও বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শিগগিরই শুরু হবে বলে আমরা প্রত্যাশা করছি। বাংলানিউজ
পাঠকের মতামত