বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ...

নিউজ ডেস্ক::
বর্ষবরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে দেশবাসীকে নতুন বাংলা বছরের শুভেচ্ছা জানিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ’বাংলাদেশের অবস্থা দেখে অনেকে এগিয়ে আসতে চায় অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য এবং উন্নয়নের নামে অভ্যন্তরে ঢুকে দেশকে দুর্বল করার জন্য।’
তিনি বলেন, ‘আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই- আমরা সকলকে বন্ধু হিসেবে দেখতে চাই। কিন্তু কেউ যদি আমাদের বন্ধু হয়ে প্রভু হতে চায়, সেটা আমরা কখনো মেনে নেব না। কারো প্রভুত্ব বাংলাদেশের মানুষ স্বীকার করবে না।’
শুক্রবার বিকালে নয়াপল্টনে বিএনপির বর্ষবরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।
আরো বলেন, বাংলাদেশে যখন ৮ কোটি লোক ছিল নিজেরা ঐক্যবদ্ধভাবে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল। আজকে ১৬/১৭ কোটি লোক ঐক্যবদ্ধ হলে তাদের কারোর সাহায্যের প্রয়োজন নাই।
পাঠকের মতামত