ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১/০৪/২০২৪ ৬:৫৯ এএম

বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারের বালুচরে শোভা পাচ্ছে বিভিন্ন ফটোবুথ। নজর কাড়ছে ‘আই লাভ কক্সবাজার’, দোলনা, টেলিভিশন, দৃষ্টিনন্দন প্রাকৃতিক দৃশ্য ও ঈদ মোবারক সজ্জ্বিত বেশ কয়েকটি গেইট। বিশাল সমুদ্রসৈকত বা সূর্যাস্তকে পেছনে রেখে এসব ফটোবুথে তোলা যাবে ছবি।

মূলত ঈদুল ফিতর ও পহেলা বৈশাখের টানা ছুটিতে আগত পর্যটকদের ভিন্নধর্মী আয়োজনের মাধ্যমে আনন্দ দিতে এসব ফটোবুথ স্থাপন করা হয়েছে।

শুধু কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট নয়; এই ধরণের ফটোবুথ শোভা পাচ্ছে সৈকতের ৫টি পয়েন্টে। সৈকতের লাবনী পয়েন্ট ছাড়াও সুগন্ধা, কলাতলী, প্রেসিডেন্ট ও পাতুয়ারটেক পয়েন্টে স্থাপন করা হয়েছে এই ফটোবুথগুলো।

এবার ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ মিলিয়ে অনেকেই লম্বা ছুটি পেয়েছেন। টানা ছুটিতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ভিড় করবে লাখো পর্যটক। তাদের স্বাগত জানাতে প্রস্তুত কক্সবাজার। প্রশাসন বলছে, বাড়তি আনন্দ দিতে থাকছে নানা আয়োজন আর চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কক্সবাজার। রয়েছে স্বচ্ছ নীল জলরাশির বিশাল সাগর, তার সামনে বিশাল বালিয়াড়ি। যার সৌন্দর্য মুগ্ধ করে সবাইকে। একটু ফুরসত পেলেই দূর-দূরান্ত থেকে এই সৈকতে ছুটে আসে হাজারো পর্যটক।

তবে এবার ঈদুল ফিতরের টানা ছুটির সঙ্গে পহেলা বৈশাখ যোগ হওয়াতে সেই সংখ্যা ছাড়িয়ে যেতে পারে কয়েক লাখে। যার কারণে ব্যস্ততা বেড়েছে সৈকত পাড়ের শামুক-ঝিনুক, আচার, শুটকি ও বার্মিজ পণ্যের দোকানে। এরই মধ্যে দোকানগুলোতে শুরু হয়েছে নতুন সাজ, থাকছে বাহারী পণ্য।

পাঠকের মতামত

টেকনাফের পৌর কাউন্সিলর মনিরুজ্জামানের সম্পদ জব্দ দুদকের মামলা

টেকনাফ পৌরসভার কাউন্সিলর মো. মনিরুজ্জামানের সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কক্সবাজার জ্যেষ্ঠ স্পেশাল ...

রাজাপালং ইউপি’র উপ নির্বাচনে প্রতীক পেলেন চার চেয়ারম্যান প্রার্থী

উখিয়ার রাজাপালং ইউপির উপ নির্বাচনে অংশ নেওয়া চার চেয়ারম্যান প্রার্থী নির্বাচনী প্রতীক পেয়েছেন। বৃহস্পতিবার (১১ ...

আইনি লড়াইয়ে প্রার্থীতা ফিরে পেলেন হুমায়ুন কবির চৌধুরী

উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের উপনির্বাচনে মহামান্য হাইকোর্টের রাযে কক্সবাজার জেলা নির্বাচন অফিস কর্তৃক বাতিলকৃত মনোনয়ন ...