ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮/০৮/২০২২ ১১:৪৪ এএম

গাজীপুর নগরীতে এক শিক্ষক দম্পতির লাশ তাদের প্রাইভেট কারের ভেতর থেকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে গাছা থানার দক্ষিণ খাইলকুর বগারটেক এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয় বলে গাজীপুর গাছা থানার ওসি নন্দলাল চৌধুরী জানান।

মৃতরা হলেন-টঙ্গীর শহীদ স্মৃতি স্কুলের প্রধান শিক্ষক মো. জিয়াউর রহমান মামুন ও তার স্ত্রী স্থানীয় আমজাদ আলী হাই স্কুলের সহকারী শিক্ষিকা জেলি আক্তার।

তাদের বাড়ি টঙ্গীর কামারজুরি এলাকায়।

ওই দম্পতির ছেলে মো. মিরাজ সাংবাদিকদের বলেন, “বুধবার সকালে বাড়ি থেকে একই প্রাইভেটকারে করে স্কুলের উদ্দেশ্যে রওনা হন তারা। স্কুল শেষে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বাড়ির দিকে ফিরছিলেন। কিন্তু এরপর থেকে তাদের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না।

“রাতভর খোঁজাখুঁজি করেও তাদের কোনো হদিস মেলেনি। পরে ভোরের দিকে গাড়ির ভেতর তাদের পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। গাড়ির চালকের আসনে ছিলেন বাবা।”

পরে পুলিশ গিয়ে দুজনকে উদ্ধার করে প্রথমে বোর্ডবাজার এলাকার তায়রুন্নেছা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকার উত্তরার একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন বলে জানান মিরাজ।

লাশ ময়মনতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান ওসি নন্দলাল।

পাঠকের মতামত

সিসিটিভি ক্যামেরায় নিয়ন্ত্রিত থাকবে প্রতিটি কেন্দ্র সুষ্ঠু নির্বাচন উপহার দিতে হার্ডলাইনে প্রশাসন

কক্সবাজার পৌরসভার নির্বাচনের ভোট গ্রহণের সময় মধ্যখানে বাকি মাত্র দুই দিন। আগামী ১২ জুন অনুষ্ঠিত ...

রোহিঙ্গাদের নিয়ে নতুন সংকট

জাতিসংঘ সহায়তা কমিয়ে দিচ্ছে, অভ্যন্তরীণ বাজেট থেকে ভর্তুকি দেওয়ারও অবস্থা নেই, ঠিক এমন পরিস্থিতিতে পাইলট ...

‘ভোট ডাকাতি’র বক্তব্য দেওয়া উখিয়ার ইমরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসির চিঠি

কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে ‘ভোট ডাকাতি করে নৌকার প্রার্থীকে জয়ী করে আনার’ বক্তব্য দেওয়া ...