আন্দোলন নিয়ে অভিনয়শিল্পীদের গোপন কথোপকথন ফাঁস
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে শোবিজের অনেক শিল্পীই প্রতিবাদ জানান, এমনকি রাজপথেও নেমে ...
বিনোদন ডেস্ক: ‘ভাবতেই গা ছমছম করছে। প্রথম শটেই শাকিব খানকে চড় মারতে হবে। তাই অনেকটা নার্ভাস।’ নিজের শুটিং নিয়ে বললেন নবাগত নায়িকা বুবলি। এফডিসিতে চলছে বসগিরির শুটিং। আর শট দিতে যাচ্ছেন বুবলি। যেখানে শাকিব খানের গালে কষে একটি চড় দিতে হবে তাকে।
বুবলি ছিলেন সংবাদ উপস্থাপিকা আর এখন নায়িকা। পড়তেন সংবাদ আর এখন নিজেই সংবাদের খোড়াক। তাই কিছুটা নার্ভাস হলেও যথেষ্ট আত্মবিশ্বাসী বুবলি।
তিনি বলেন, ‘যদিও অভিনয়ের সাথে সম্পৃক্ত নই, তারপরও চেষ্টা করব সেরাটা ঢেলে দিতে। ভাবছি, শটটা যেন ফার্স্ট টেকেই ওকে হয়।’
উল্লেখ্য, শামীম আহমেদ রনির পরিচালনায় ‘বসগিরি’ ছবিতে শাকিব খানের বিপরীতে চুক্তিবদ্ধ হয়ে সম্প্রতি আলোচনায় আসেন এই লাস্যময়ী।
পাঠকের মতামত