বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ২৩/০৮/২০২২ ২:৫৪ পিএম , আপডেট: ২৩/০৮/২০২২ ৩:১৩ পিএম

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘ মহাসচিবের মায়ানমার বিষয়ক বিশেষ দূত নোয়েলিন হেজার। মঙ্গলবার বেলা ১১ টার দিকে উখিয়ার ৪নং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান তিনি।

সেখানে পৌঁছে প্রথমে তিনি বিশ্ব খাদ্য সংস্থা পরিচালিত ই-ভাউচার সেন্টার পরিদর্শন করেন। দিনব্যাপী পরিদর্শনকালে ক্যাম্পে পরিচালিত জাতিসংঘের অন্যান্য সংস্থার কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি রোহিঙ্গা যুবক, নারী, শিক্ষক ও অভিভাবকদের সাথে মতবিনিময় করবেন জাতিসংঘের গুরুত্বপূর্ণ এই প্রতিনিধি।

হেজারের এই সফর নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে সাংবাদিকদের সাথে কথা বলেন ইউএনএইচসিআর-এর মুখপাত্র পোর্টিলা রেজিনা।

তিনি জানান, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে কাজ করছে জাতিসংঘ। যা নোয়েলিন হেজারের সফরে গুরুত্ব পাচ্ছে।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দোজাসহ সংশ্লিষ্ট সফরসঙ্গীরা হেজারের সাথে রয়েছেন। পরিদর্শন শেষে বিকেলে কক্সবাজার ফিরে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন নোয়েলিন হেজার।

সোমবার চারদিনের সফরে ঢাকায় পৌঁছান তিনি।
বিশ্লেষকরা বলছেন তার এই সফর রোহিঙ্গা ইস্যুতে বিশেষ গুরুত্ব বহন করছে।

মহাসচিবের দূত হিসেবে নিয়োগের পর গেলো সপ্তাহে প্রথমবারের মতো মিয়ানমার সফরের পরপরই তিনি বাংলাদেশে এলেন

পাঠকের মতামত

উখিয়ার পূর্ব দরগাহ বিল দক্ষিণপাড়া ইবতেদায়ী মাদ্রাসার নতুন ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন

উখিয়ার রাজাপালং ইউনিয়নের পুর্ব দরগা বিল দক্ষিণপাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ৩০ লাখ টাকা ব্যয়ে নতুন ...

করোনার সংক্রমণ বাড়লেও আতঙ্কের কারণ নেই: কক্সবাজারে স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘দেশের প্রায় ৯০ ভাগ মানুষ করোনাভাইরাসের টিকা নিয়েছেন। এখন টিকার তৃতীয় ...