প্রকাশিত: ১৩/০৫/২০১৭ ৯:০০ পিএম

সম্প্রতি বিভিন্ন অনলাইন ও স্থানীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত ‘হোয়াইক্যংয়ের উলুবনিয়া এখন ইয়াবা পাচারের নিরাপদ ঘাট’ শীর্ষক সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সংবাদের আমাদেরকে জড়িয়ে যে কল্পকাহিনী ও মিথ্যা তথ্যের অবতারণা করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমাদেরকে এলাকায় সাধারণ জনগণ হিসেবে সবাই চেনে। মূলতঃ দীর্ঘদিন যাবৎ চিংড়ি চাষাবাদ করে আমরা জীবিকা নির্বাহ করে আসছি। ইয়াবাসহ মাদকের সাথে আমাদের কোন সংশ্লিষ্ঠটা নেই। অথচ সংবাদে আমাদেরকে ইয়াবা গডফাদার হিসেবে আখ্যায়িত করা হয়েছে। যা রহস্যজনকও বটে। আসলে প্রকৃত ঘটনা হচ্ছে-এলাকার কতিপয় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত মুফিজুর রহমান মুফিজ সংবাদকর্মী ভাইদের এহেন মিথ্যা তথ্য দিয়ে আমাদেরকে স্থানীয় এলাকাবাসি ও প্রশাসনের কাছে হেও করার জন্য অপপ্রাচার চালাচ্ছে। উক্ত ইয়াবা মুফিজ গত ২মে বিপূল পরিমাণ ইয়াবা সহ চট্টগ্রাম কর্ণপূলী ব্রিজের চেকপোষ্টে ৩জন রোহিঙ্গা মহিলা পাচারকারীসহ গোয়েন্দা পুলিশের হাতে আটক হয়েছিল। মোটা অংকের টাকা বিনিময়ে সে ছাড়া পায়। এ ঘটনাটি আড়াল করার জন্য আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করছে সে। তাই আমাদের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি এহেন মিথ্যা এবং বানোয়াট সংবাদে কর্ণপাত না করার জন্য স্থানীয় পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং পাঠক ভাইদেরকে অনুরোধ করছি।

প্রতিবাদকারী
১। মাহামুদুল হক প্রকাশ বাহাদুর
পিতাঃ মৃত- হামিদ হোসেন
২। কামাল হোসেন প্রকাশ পুতুইন্না
পিতাঃ হাবিবুর রহমান
সর্ব সাং-কাটাখালী,উলুবনিয়া,হোয়াইক্যং-টেকনাফ।

পাঠকের মতামত

সকলের সম্মিলিত প্রচেষ্টায় অপরাধীদের আইনের আওতায় আনা হবে – র‍্যাব সিও

আইনশৃঙ্খলা বাহিনী, সুশীল সমাজ, ছাত্র-জনতা ও গণমাধ্যমকর্মী সহ সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং ঐক্যবদ্ধ ভাবে কক্সবাজার ...

রামু সহিংসতার ১২ বছর আজ

মামলায় আসামী করা হয় বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের, প্রত্যাহারের দাবি রামু সহিংসতার ১২ বছর আজ। ঘটনার পর ...