প্রকাশিত: ৩০/০৩/২০১৭ ৫:১৯ পিএম

উখিয়া নিউজ ডেস্ক:

লাক্স তারকা ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম আগামীকাল (৩১ মার্চ) কক্সবাজার যাচ্ছেন। তবে অবকাশ যাপনের জন্য নয়। সৈকত নাসিরের নির্মিতব্য ‘পাষাণ’ সিনেমার শুটিংয়ে অংশ নিতেই সেখানে যাচ্ছেন বলে রাইজিংবিডিকে জানান মিম।

এ প্রসঙ্গে মিম বলেন, “আগামীকাল থেকে কক্সবাজারে ‘পাষাণ’ সিনেমার গানের শুটিং শুরু হবে। দুটি গানের শুটিং বাকি আছে। এ গান দুটি থাইল্যান্ডে করার কথা ছিল, কিন্তু ভিসা জটিলতায় দেশেই করা হচ্ছে। এ গান দুটির শুটিং শেষ হলে পুরো সিনেমার শুটিং শেষ হবে।”

‘পাষাণ’ সিনেমায় মিমের বিপরীতে অভিনয় করছেন ওপার বাংলার ওম। এ দুজন ছাড়াও এ সিনেমায় আরো অভিনয় করছেন- বিপাশা কবির, মিশা সওদাগর, শিমুল খানসহ অনেকে। ভিজ্যুলাইজার প্রযোজিত ‘পাষাণ’ সিনেমার সার্বিক তত্ত্বাবধানে রয়েছে জাজ মাল্টিমিডিয়া।

এছাড়া মিম ‘দুলাভাই জিন্দাবাদ’ শিরোনামের সিনেমার শুটিং করছেন। মনতাজুর রহমান আকবর পরিচালিত এ সিনেমায় মিমের বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। এ সিনেমায় ডিপজল-মৌসুমী জুটিকেও দেখা যাবে। তাছাড়া তারেক শিকদারের নির্মিতব্য ‘দাগ’সিনেমা কাজ করছেন মিম। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন বাপ্পি।

পাঠকের মতামত

নায়িকা নুসরাত ফারিয়া আটক

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। তার বিরুদ্ধে ২০২৪ সালের ...

সেলিব্রিটি ক্রিকেট লিগে অশ্লীলতা: লিগ্যাল নোটিশ পাঠালেন সুপ্রিম কোর্টের আইনজীবী

বিনোদন ও ক্রিকেটের সংমিশ্রণে আয়োজিত সেলিব্রিটি ক্রিকেট লিগ এবার মোড় নিয়েছে নতুন বিতর্কের। খেলার চেয়ে ...

বিয়ে করলেন জামিল-মুনমুন

বর-কনে রূপে ছবি পোস্ট করলেন অভিনয়শিল্পী জামিল-মুনমুন। বিয়ে করেছেন ছোট পর্দার এ দুই অভিনয়শিল্পী। ৬ ...