প্রকাশিত: ১২/১০/২০১৬ ৮:১২ এএম

indexচীনের পূর্বাঞ্চলীয় জ্যাংসু প্রদেশের নানজিংয়ের একটি সাপের খামার থেকে অর্ধ শতাধিক বিষধর কেউটে সাপ পালিয়েছে। এতে শহরের বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে।

বিবিসি জানিয়েছে, গত ৮ অক্টোবর শহরের লিওয়ে এলাকার একটি বাড়িতে একটি সাপ মারা হয়। তারপরই খামার থেকে এতগুলো সাপ পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ে। দুই দিন পর গতকাল সোমবার স্থানীয় সরকার এক বিবৃতিতে জনসাধারণকে এই বিষধর শাপগুলোর ব্যাপারে সতর্ক করেছে।

বিবৃতিতে বলা হয়, চুনি নামের একটি খামার থেকে ২০০টির বেশি কেউটে পালিয়ে গেছে। পরে এগুলোর মধ্যে ১৫০টিকে ধরা হয় এবং মেরে ফেলা হয়। কিন্তু অর্ধ শতাধিক সাপের খোঁজ পাওয়া যাচ্ছে না। সাপগুলোকে এখনো খোঁজা হচ্ছে। খামারটির আশপাশের পাঁচ কিলোমিটার এলাকা পর্যন্ত এই সন্ধান চলছে। এই এলাকার বাসিন্দাদের সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

সাপের কামড়ের ভয়ে পূর্ব সতর্কতা হিসেবে নানজিংয়ের স্থানীয় সরকার সাংহাই থেকে বিষ নিরোধক সিরাম আনিয়েছে। স্বাস্থ্যকর্মী ও অ্যাম্বুলেন্স সেবাকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। সাপের খামারটি বন্ধ করে দেওয়া হয়েছে। খামার কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানা গেছে।

পাঠকের মতামত

বৈশ্বিক অনুদান কমায় রোহিঙ্গা শিশুদের পড়ালেখার ক্ষতি হচ্ছে

বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবিরে শিশু শিক্ষার পরিস্থিতি আরও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান ...

যে কারনে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ট্রাম্প

এবার ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির জন্য ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। পাবলিকান আইনপ্রণেতা ...

ট্রাম্পের অনুরোধে ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছে কাতার

ইসরায়েল-ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে তেহরানকে রাজি করাতে মধ্যস্থতা করেছেন কাতারের প্রধানমন্ত্রী। নাম প্রকাশে অনিচ্ছুক ...