প্রকাশিত: ০৮/০২/২০১৭ ১১:০৬ পিএম , আপডেট: ০৮/০২/২০১৭ ১১:১০ পিএম

ফারুক আহমদ, উখিয়া::
সবার আপন, প্রাণের এ প্রাঙ্গণ এ স্লোগানকে সামনে রেখে উখিয়ার ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান পালং আদর্শ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার ৭০ বছর পূর্তিতে গৌরবের ৭০ বর্ণাঢ্য আয়োজনে সফল করতে ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছেন।

জাঁকঝমক ও মনোঙ্গ পরিবেশে গৌরবের ৭০ মহা অনুষ্ঠান স্বার্থক করতে ১০১ সদস্য বিশিষ্ট উদ্যাপন  পরিষদ গঠন করা হয়েছে। এছাড়াও বেশ কয়েকটি উপ-কমিটি গঠনও ইতিমধ্যে সম্পন্ন করা হয়।

এদিকে গতাকল (০৮ ফেব্রুয়ারী) বুধবার বিকেলে কোটবাজার স্টেশনে গৌরবের ৭০ এর অফিস আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয়েছে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উদ্যাপন পরিষদের আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাহমুদুল হক চৌধুরী, যুগ্ম আহ্বায়ক কবি আদিল চৌধুরী, রতœাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী, হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম, জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু, সাবেক চেয়ারম্যান আনোয়ার হোছাইন চৌধুরী, শফিউল আলম বাবুল, নুরুল হুদা, ছাবের আহমদ কন্ট্রাক্টর, মাস্টার মোস্তাক আহমদ, আবুল হাছনাত চৌধুরী আবুলু, হাছান জামাল রাজু, সাকের উদ্দিন সাগর, মো: আলমগীর, উখিয়া সাংবাদিক ফোরামের সভাপতি ফারুক আহমদ, মেম্বার শাহজাহান চৌধুরী, মানিক, জসিমসহ অসংখ্য প্রাত্তন ছাত্ররা।

উদ্যাপন কমিটির সদস্য সচিব, মাস্টার কামাল উদ্দিন জানান, রেজিষ্ট্রেশন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। প্রতিদিন কোটবাজার অস্থায়ী কার্যালয়ে রেজিষ্ট্রেশন করা হবে। যুগ্ম সদস্য সচিব মাস্টার হাছান জামাল রাজু বলেন, আগামীকাল ১০ ফেব্রুয়ারী শুক্রবার গৌরবের ৭০ উদ্যাপন উপলক্ষ্যে সর্বস্থরের প্রাত্তন ছাত্রদের নিয়ে মতবিনিময় সভা বিকাল ৩টায় পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

পাঠকের মতামত

রামুর ফতেখাঁরকুলে উপ-নির্বাচনে প্রতীক পেয়ে প্রচারনায় ৩ চেয়ারম্যান প্রার্থী

রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধি ৩ প্রার্থীকে প্রতীক বরাদ্ধ দেয়া ...

টেকনাফের পৌর কাউন্সিলর মনিরুজ্জামানের সম্পদ জব্দ দুদকের মামলা

টেকনাফ পৌরসভার কাউন্সিলর মো. মনিরুজ্জামানের সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কক্সবাজার জ্যেষ্ঠ স্পেশাল ...