
প্রেস বিজ্ঞপ্তি::
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী অালী অাকবর পবিত্র ঈদ-উল অাযহা উপলক্ষে ঘুমধুমবাসীসহ বিশ্বের সককল মুসলমান সম্প্রদায়কে শুভেচ্ছা জানান। শুভেচ্ছায় তিনি বলেন, ব্যক্তি জীবনকে সুন্দর, পরিশুদ্ধ,ত্যাগ ও সংযমী করে গড়ার লক্ষ্যে মুমিন মুসলমানের আনন্দের বার্তা নিয়ে ঈদ-উল অাযহা সমাগত। ধনী-গরিব, উঁচু-নিচু নির্বিশেষে সব মানুষকে এক কাতারে দাঁড় করায় এই উৎসব।
তিনি বলেন, ঈদ-উল অাযহা নির্মল আনন্দ উৎসবের মধ্য দিয়ে একটি গুরুত্বপূর্ণ মর্মবাণী মানবজাতির কাছে পৌঁছে দেয় তা হচ্ছে, ‘সকলের তরে সকলের আমরা’। এই মর্মবাণী সামাজিক কদর্য, অন্যায় ও নিষ্ঠুর অসাম্যকে অতিক্রম করে এক নিবিঢ় ভাতৃত্ববোধের প্রেরণা জাগায়। ঈদের প্রেরণায় উদ্দীপ্ত হয়ে সমাজের অপেক্ষাকৃত দরিদ্র, অবহেলিত ও বঞ্চিত মানুষের প্রতি সাহায্য ও সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়া মুসলমান হিসেবে আমাদের কর্তব্য। প্রিয় ঘুমধুমবাসীসহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর সুখ, শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
শুভেচ্ছান্তে
অালী অাকবর
সভাপতি পদপ্রার্থী ইউনিয়ন যুবদল
ঘুমধুম,নাইক্ষ্যংছড়ি,বান্দরবান।
পাঠকের মতামত