প্রকাশিত: ২৭/০১/২০১৭ ৯:৫২ পিএম

মোঃ আবছার কবির আকাশ,টেকনাফ::

টেকনাফের ঐতিহ্যবাহী হোয়াইক্যং নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের উদ্দ্যেগে আয়োজন করা হয়েছে ৩ দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও বিজ্ঞান মেলা। পাশাপাশি উক্ত বিদ্যালয়ের ৩ দিন ব্যাপির মধ্যে শেষ দিনে রয়েছে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান। ২৬ জানুয়ারী সকাল ১০ টায় নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের মাঠে বিজ্ঞান মেলা,সাংস্কৃতিক ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু রুপন কান্তি বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি)মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন চৌধুরী,টেকনাফ উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরুল আবছার,টেকনাফ উপজেলা আওয়ামীলীগের নেতা নুরুল আমিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুল গাফফার, সহ স্কুলের শিক্ষক/শিক্ষিকা ও অভিবাবকবৃন্দরা।অতিথিরা অনুষ্ঠান স্থলে আসলে তাদেরকে প্রতিযোগীতায় অংশগ্রহনকারী ও স্কাউট দলের সদস্যরা একে একে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন।প্রধান অতিথি বক্তব্য অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, শিক্ষা ও সাংস্কৃতিক,খেলাধুলা একজন শিক্ষার্থীর জন্য অত্যন্ত প্রয়োজনীয়। শুধু বই পুষ্ঠক পড়ে শিক্ষা অর্জন করলে হবে না প্রেক্টিকেল শিক্ষা অর্জন করে কাজে লাগাতে হবে তাহলে জীবন সার্থক। বার্ষিক,ক্রীড়া ও সাংস্কৃতিক ,বিজ্ঞান মেলার আয়োজন দেখে আজ আমি অত্যন্ত আনন্দিত হলাম, কারণ মফস্বল এলাকাতে এই রকম অনুষ্ঠান খুব কম দেখা যায় এবং নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের আয়োজন প্রসংশনীয় । পরে অতিথিবৃন্দরা বিজ্ঞান মেলার বিভিন্ন ষ্টল পরির্দশন করেন শিক্ষার্থীরা তিনটি ষ্টল করেন, বিশ্ব কবি কাজী নজরুল ইসলাম হাউজ,নোবেল জয়ী রবিন্দ্র নাথ ঠাকুর হাউজ,কবি জসীম উদ্দিন হাউজ। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফরিদুল আলমের সঞ্চালনায় ক্রীড়া শিক্ষক বাবু সুপন পাল, স্কাউট শিক্ষক ,শামসুল আলম হায়দারী ও তাঁর দল সিনিয়র শিক্ষক বাবু, বিশ্বজিৎ মজুমদারের সহযোগিতায় ২য় দিনের প্রতিযোগিতাপূর্ণ ক্রীড়া অনুষ্ঠান সু-শৃংখলাভাবে সম্পন্ন হয়। আগামী ২৮ জানুয়ারী অনুষ্ঠিত হবে নবীন বরণ ও বিদায়,অনুষ্ঠান।

পাঠকের মতামত

রামুর ফতেখাঁরকুলে উপ-নির্বাচনে প্রতীক পেয়ে প্রচারনায় ৩ চেয়ারম্যান প্রার্থী

রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধি ৩ প্রার্থীকে প্রতীক বরাদ্ধ দেয়া ...

টেকনাফের পৌর কাউন্সিলর মনিরুজ্জামানের সম্পদ জব্দ দুদকের মামলা

টেকনাফ পৌরসভার কাউন্সিলর মো. মনিরুজ্জামানের সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কক্সবাজার জ্যেষ্ঠ স্পেশাল ...