উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২০/১২/২০২৩ ৯:৩৭ এএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের প্রতীক বরাদ্দের পর বড়াইগ্রামের স্থানীয় আওয়ামী লীগ নেতারা স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীকের জন্য উন্মুক্ত প্রচারে নেমেছেন। দলীয় নেতারা গত সোমবার দুপুর থেকে রাত ৮টা অবধি উপজেলার বিভিন্ন এলাকার পথসভায় ট্রাক প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভনের পক্ষে ভোট চেয়ে বক্তব্য দেন। আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন প্রয়াত প্রতিমন্ত্রী ও নাটোর-৪ আসনের ৫ বারের সংসদ সদস্য সাবেক জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুসের ছেলে।

এই আসনে দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন জেলা আ.লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী এমপি। স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীকের পক্ষে স্থানীয় আ.লীগের যেসব নেতা মাঠে নেমেছেন তারা হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, সাধারণ সম্পাদক অ্যাড. মিজানুর রহমান মিজান, বনপাড়া পৌর মেয়র ও পৌর আ.লীগের সভাপতি অধ্যাপক কেএম জাকির হোসেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বনপাড়া পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, বড়াইগ্রাম পৌর মেয়র ও জেলা প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক মাজেদুল বারী নয়ন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান পিয়াস, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মানিক রায়হান, যুবলীগের আহ্বায়ক সদস্য জাহিদুল ইসলাম শাহীন প্রমুখ।

পথসভাসহ নির্বাচনী প্রচারকালে নেতারা আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকা- তুলে ধরে ‘জয়বাংলা-জয় বঙ্গবন্ধু’ ও ‘জয়বাংলা-জয় শেখ হাসিনা’ সেøাগান দিয়ে স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীককে বিজয়ী করার আহ্বান জানান। তারা ট্রাক প্রতীকের এই বিজয় জননেত্রী শেখ হাসিনাকে উৎসর্গ করার ঘোষণাও দেন।

নৌকা প্রতীক ছেড়ে স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীকে ভোটের প্রচারে অংশ নেওয়ার বিষয়ে উপজেলা আ.লীগের সভাপতি

আব্দুল কুদ্দুস মিয়াজী বলেন, দলের সভানেত্রী এবারের নির্বাচনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর বিষয়ে শিথিলতা প্রকাশ করেছেন। তাই আমরা যোগ্য নেতাকেই বেছে নিয়েছি, যিনি আওয়ামী লীগকে সুরক্ষিত রাখতে পারবেন। এ ছাড়া তরুণ এই নেতা প্রথিতযশা রাজনৈতিক পরিবার ও বীর মুক্তিযোদ্ধার যোগ্য সন্তান। পক্ষান্তরে নৌকার প্রার্থীর রাজনৈতিক ইতিহাস অনেকাংশে ক্ষীণ।

বনপাড়া পৌর মেয়র ও পৌর আ.লীগের সভাপতি অধ্যাপক কেএম জাকির হোসেন বলেন, দলের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা নির্দেশ ও ইচ্ছের বাইরে আমরা কেউ নেই। স্বতন্ত্র প্রার্থীর বিষয়ে সভানেত্রীর নির্দেশ ও পরামর্শকে সম্মান জানিয়ে বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার শীর্ষ ও তৃণমূলের আওয়ামী লীগের নেতারা ঐক্যবদ্ধ হয়ে শোভনের পক্ষে মাঠে নেমেছি। আমরা এই আসনে বিজয়ী হয়ে আসনটি জননেত্রী শেখ হাসিনাকে উৎসর্গ করব, ইনশাল্লাহ।

নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিচ্ছেন। অন্যান্যরা হলেন- জাতীয় পার্টির আলাউদ্দিন মৃধা (লাঙল প্রতীক), তৃণমূল বিএনপির আব্দুল খালেক সরকার (সোনালী আঁশ প্রতীক), জাতীয় পার্টি-জেপির এস.এম সেলিম রেজা (বাইসাইকেল প্রতীক), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম-এর গাজী আবু সায়েম রতন (নোঙর প্রতীক), বাংলাদেশ কংগ্রেস পার্টির শান্তি রিবেরু (ডাব প্রতীক), স্বতন্ত্র প্রার্থী জাহিদুল ইসলাম (ঈগল প্রতীক) ও সুজন আহমেদ (দোলনা প্রতীক)।

পাঠকের মতামত

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে গণতন্ত্রের ঠিকানা। বিএনপির ভারপ্রাপ্ত ...

হাসপাতালে ঢুকে বৈষম্যবিরোধী আন্দোলনের সংগঠকসহ ১০ জনকে পিটুনি

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকসহ অন্তত ১০ জনকে পিটিয়ে আহতের ...

আজ পবিত্র ঈদুল আজহা

ত্যাগ আর উৎসর্গের আদর্শে মহিমান্বিত পবিত্র ঈদুল আজহা আজ। আরবি মাসের ১০ জিলহজ তারিখে এই ...

এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন, প্রধান উপদেষ্টার ঘোষণা

২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ...

নিম্নচাপ-বজ্রঝড়-তাপপ্রবাহ-বন্যা— সবই হতে পারে জুনে

চলতি জুন মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার সঙ্গে সঙ্গে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু জায়গায় ...