আক্রান্ত হলে পরস্পরকে রক্ষা করবে সৌদি আরব-পাকিস্তান
কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে পাকিস্তান ও সৌদি আরব। দেশ দুইটির কোনো একটির বিরুদ্ধে ...
মিয়ানমারের সদ্য ক্ষমতাচ্যুত সাবেক স্টেট কাউন্সিলর অং সান সু চি’কে নির্জন কারাবাসে পাঠানো হয়েছে। গৃহবন্দী অবস্থা থেকে সু চি কে রাজধানী নেপিদোর একটি নির্জন কারাগারে স্থানান্তরিত করা হয়েছে। বিষয়টি আন্তর্জাতিক গনমাধ্যম বিবিসি নিশ্চিত করেছে।
জান্তা সরকারের মুখপাত্র জাও মিন তুন ২৪ জুন এক বিবৃতিতে বলেন, ফৌজদারি আইন অনুযায়ী বুধবার থেকে অং সান সু চি কে জেলখানায় নির্জন কারাবাসে রাখা হয়েছে।
গেলো বছর সামরিক অভ্যুত্থানে পর ক্ষমতাচ্যুত হন অং সান সু চি। সেই থেকে নেপিদোর একটি বাড়িতে গৃহবন্দী ছিলেন তিনি। সেখান থেকে আদালতে যাওয়ার জন্যে শুধু বের হওয়ার সুযোগ ছিলো। নোবেল জয়ি ৭৭ বছর বয়সী মিয়ানমারের এই গনতন্ত্রকামী নেত্রী অংসান সুচি স্টেট কাউন্সিলর হওয়ার আগেও ১৬ বছর গৃহবন্দী ছিলেন।
পাঠকের মতামত