প্রকাশিত: ১৪/০৮/২০১৭ ১০:২৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:১০ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) শাহাদাত হোসেন চৌধুরী বলেছেন, ‘একটি সুষ্ঠ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্ভুল ভোটার তালিকা প্রণয়নে কাজ করছে ইসি। ভোটার তালিকায় অর্ন্তভূক্তির আইন রয়েছে। কেউ এ আইনের উর্ধ্বে নয়। মিথ্যা তথ্য বা সনদ দেখিয়ে কেউ ভোটার হতে চাইলে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।’
গতকাল রোববার বেলা ১২ টার দিকে কক্সবাজারে ভোটার তালিকা হালনাগাদ-২০১৭ এর জেলা সমন্বয় কমিটি ও উপজেলা বিশেষ কমিটির সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সকাল সাড়ে ১১ টা থেকে শুরু হওয়া এ সভা চলে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: আলী হোসেন।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) শাহাদাত হোসেন চৌধুরী বলেন, ‘সারাদেশে আমাদের ৩৫ লাখ নতুন ভোটার অন্তভুক্তির লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু আমরা ২৪ লাখের একটু বেশি তথ্য সংগ্রহ করতে পেরেছি। কক্সবাজারের চিত্রটা ভিন্ন। এখানে ভোটার অন্তর্ভুক্ত করার চাপ বেশি থাকে। ইতোমধ্যে নির্ধারিত সময়ে কক্সবাজার জেলায় ৫৭ হাজার ৪০২ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে। যা বিদ্যমান ভোটারের প্রায় ৪ দশমিক ৩২ শতাংশ। দেশের অন্যান্য জেলার তুলনায় এ হার তুলনামূলকভাবে বেশি। এবার সারাদেশে ৩ দশমিক ৫ শতাংশ নতুন ভোটার অন্তর্ভুক্তির লক্ষ্যমাত্রা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের নিয়ে কাজ শুরু করে ইসি।’
সভাপতির বক্তব্যে কক্সবাজারের জেলা প্রশাসক বলেন, ‘নির্ভূল ভোটর তালিকা প্রণয়নে সংশ্লিষ্ট সকলকে সহযোগীতা করতে হবে। স্থানীয় জনপ্রতিনিধিরাই সবচেয়ে বেশী অবগত কে-কোথাকার বাসিন্দা। চাপ প্রয়োগ করে কেউ যদি অন্যদেশের নাগরিককে ভোটার করাতে চায় সেক্ষেত্রে সংশ্লিষ্টরা প্রশাসনের সার্বিক সহযোগীতা নিতে পারেন।’
সভায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার একেএম ইকবাল হোসেন, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: আনোয়ারুল নাসের, কক্সবাজার সাংবাদিক ইউনিয়রে সভাপতি আবু তাহের বক্তব্য রাখেন। এ সময় সিভিল সার্জন ডা: আবদুস সালাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট খালেদ মাহমুদ, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাহেদুল ইসলাম, কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চৌধুরী, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাজাহান আলী, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাঈন উদ্দিন, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিক, মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আবুল কালাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পঙ্কজ বড়–য়া, অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারজানা রহমান ও সেলিম শেখ, কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাহবুবুর রহমান, জেলা আওয়ামীলীগ নেতা সালাহউদ্দিন আহমেদ, জেলা নির্বাচন কর্মকর্তা মো: মোজাম্মেল হোসেন, জেলা জাসদ সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী কানিজ ফাতেমা আহমেদ, মুক্তিযোদ্ধা মো: শাহজাহান, জেলা তথ্য অফিসার মো: নাসির উদ্দিনসহ সংশ্লিষ্ঠরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

স্ত্রী সন্তান রেখে স্কুল শিক্ষিকাকে নিয়ে পালালেন শ্রমিকদল নেতা

মানিকগঞ্জের শিবালয় উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এস.এম. রাজু হোসেনকে ঘিরে নারী কেলেঙ্কারির অভিযোগে এলাকায় তোলপাড় ...

হিউম্যান রাইটস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন সাদমান জামী চৌধুরী

সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় হিউম্যান রাইটস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ...

নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়াছড়ি বিওপির মাদকবিরোধী অভিযানে ১লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন ...

উখিয়ায় এইচএসসি ফল বিপর্যয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনা

উখিয়ার দুটি কলেজে এবারের এইচএসসি পরীক্ষায় ফলাফল আশানুরূপ হয়নি। শিক্ষার্থীদের পাসের হার উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় ...

৪৮তম বিসিএস (স্বাস্থ্য) সুপারিশপ্রাপ্ত উখিয়ার সন্তান নুরুল আবছার

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া এলাকার কৃতিসন্তান নুরুল আবছার ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ...