অনলাইন ডেস্কঃ আগামী ২৫ জুলাই পাকিস্তানে জাতীয় ও প্রাদেশিক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন নিয়ে নারী প্রার্থীদের উদ্দেশ্যে এক বিস্ফোরক মন্তব্য করলেন দেশটির পাঞ্জাব প্রদেশের সাবেক মন্ত্রী ও পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এর প্রার্থী হারুন সুলতান।
তিনি বলেছেন, নারী প্রার্থীকে ভোট দেয়া হারাম। খবর টাইমস অব ইন্ডিয়া'র।
খবরে বলা হয়, সুলতান যে আসন থেকে নির্বাচন করছেন সেখানে তার প্রতিদ্বন্দ্বী তেহরিক-ই-ইনসাফের জেহরা বাসিত সুলতান বুখারি। তার বিরুদ্ধে প্রচারণা চালাতে গিয়েই এমন মন্তব্য করেছেন সুলতান।
মুজাফফরগরে নিজের নির্বাচনী এলাকায় ভাষণ দেওয়ার সময় সুলতান বলেন, তিনি ধর্মীয় নিয়ম মেনে চলবেন এবং কোনও নারী প্রার্থীকে ভোট দেওয়া থেকে বিরত থাকবেন। কারণ এটিকে ইসলামে হারাম হিসেবে গণ্য করা হয়।
সুলতান বলেন, আমি আল্লাহ ও তার রাসুলের হুকুম মেনে চলবো এবং যাতে এর ব্যতিক্রম না ঘটে সেটি থেকে নিজেকে বিরত রাখবো।