ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬/০৭/২০২৪ ১২:৫৫ পিএম

কক্সবাজারের টেকনাফ কোলঘেঁষে বয়ে গেছে নাফ নদ; যা বাংলাদেশ ও মিয়ানমারকে ভাগ করেছে। গত কয়েকদিন ধরে নাফ নদের ওপাড়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে যুদ্ধের তীব্রতা বেড়েছে। এতে প্রাণে বাঁচতে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্য ও রোহিঙ্গারা অনুপ্রবেশে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সবশেষ গত রবিবার (১৪ জুলাই) বিকালেও নাফ নদ দিয়ে টেকনাফে প্রবেশকালে বিজিপি সদস্যদের বহনকারী দুটি নৌকা ফেরত পাঠিয়েছে কোস্ট গার্ড।

এদিকে সোমবার (১৫ জুলাই) সকাল থেকে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়াস্থ টেকনাফ-মিয়ানমার ট্রানজিট ঘাটের ওপাড়ে মর্টারশেল-আগুনের ধোঁয়া দেখা গেছে। এছাড়া ওপাড়ের টানা মুহুর্মুহু একাধিক গোলার বিকট শব্দে কেঁপে ওঠে এপাড়ের সীমান্তে মানুষের ঘরবাড়ি।

মিয়ানমারের আগুনের দিকে তাকিয়ে হতাশা নিয়ে আতঙ্কের কথা বললেন সীমান্তের পৌরসভার জালিয়াপাড়ার বাসিন্দা ৬০ বছর বয়সী নুর হোসেন। নাফ নদ ঘিরে এখানকার বাসিন্দাদের জীবনের অনেক চড়াই-উতরাই প্রত্যক্ষ করেছেন তিনি। নাফ ঘিরে যেমন রয়েছে সুখস্মৃতি, তেমনই আছে নানা কষ্টের দিনলিপিও।

নুর হেসেন বলেন, ‘দুই দিন ধরে নাফের ওপার থেকে যেভাবে বিকট গোলার শব্দ পাচ্ছি, এর আগে কখনও এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়নি। রাতে কানের ওপর বালিশ চাপা দিয়ে ঘুমাতে হয়। স্থলসীমানা হলে এতক্ষণ ঘরবাড়ি ছেড়ে চলে যেতে হতো। অনেক হতাহতের ঘটনাও হয়তো ঘটতো। এই নাফ নদ আমাদের সীমান্তবর্তী বসবাসকারী মানুষকে বাঁচিয়ে দিচ্ছে। নাফ নদ পেরিয়ে ওপারের গোলা এখনও এখানে এসে পড়েনি। যদি বান্দরবানের তুমব্রু, ঘুমধুমের মতো স্থলসীমানা থাকলে এমন সময়ে জন্মভিটা ছেড়ে অন্যত্রে চলে না গিয়ে উপায় ছিল না।

স্থানীয়রা জানায়, সোমবার সকাল থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে যুদ্ধ চলমান। এরফলে টেকনাফের নাইট্যংপাড়া, পৌরসভার জালিয়াপাড়া, সদরের নাজিরপাড়া ও সাবরাংয়ের শাহপরীর দ্বীপের ওপাড়ে আশিক্কা পাড়া, সুদাপাড়া, পাতংজা, হারিপাড়া, বাইন্ন্যাপাড়া, সিকদার এবং পেরাংপুলে মগ্নিপাড়া থেকেও ধোঁয়া দেখা গেছে।

নাফনদেই রক্ষা, মনে করছেন এপাড়ের বাসিন্দারা
টেকনাফ সীমান্তে বসবাসকারী নজরুল ইসলাম বলেন, ‘ওপারে টানা দুইদিন চলমান যুদ্ধে এপারে সীমান্ত মানুষের আতঙ্ক বাড়ছে। সকালেও মিয়ানমারের রাতভর যুদ্ধ বিমানের হামলা চলছে। যার কারণে আমাদের বাড়িঘরের দরজা-জানালা কাঁপছে। এসময় ভয়ে আমরা পরিবারের লোকজন নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ি। এমন বিকট শব্দ আগে কখনও শুনিনি। এ সীমান্তের নাফ নদ না থাকলে আমাদের কী হতো, তা মনে করলেও শরীর কেঁপে ওঠে।’

২০১৭ সালে রোহিঙ্গা অনুপ্রবেশের ঢল এবং ইয়াবা কারবারের কারণে নাফ নদে মাছ ধরার ওপর বিধিনিষেধ রয়েছে। এ বিষয়ে সীমান্তের টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র মুজিবুর রহমান বলেন, ‘এক সময় মাদকের ভয়াবহতার কারণে অনেক সময় নাফ নদের উপর রাগ হতো। হয়তো এ নাফ নদ না থাকলে টেকনাফ মাদকের রুট হিসেবে পরিচিত লাভ করতো না। কিন্তু মিয়ানমার চলমান যুদ্ধে আমাদের এই সীমান্তে নাফ নদ জলপথ না থাকলে কী ভয়াবহ পরিণতি হতো, তা এখন অনুভব করছি।’

উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে সীমান্তের বাসিন্দাদের
তিনি বলেন, ‘গত দুদিন ধরে মিয়ানমারের যুদ্ধ তীব্রতা বেড়েছে। যার কারণে মিয়ানমারে বোমার শব্দে এপাড় সীমান্ত মানুষের বাড়িঘর কাঁপছে।’

জেটিঘাট এলাকার মো. কাদের বলেন, গত দুদিন ধরে মর্টার শেলের শব্দে সীমান্ত এলাকা কাঁপছে। যে বিকট শব্দ হয় মাঝে মাঝে মনে হয়, গুলি বা মর্টার শেল এখানে এসে পড়বে। ভয়ে আমরা বড়শি নিয়ে মাছ শিকারে জেটি ঘাটে যাচ্ছি না।’

টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, ‘সীমান্তে বিজিবির টহল জোরদার রয়েছে। সকালে মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলির খবর শুনেছি। কোনও অনুপ্রবেশকারীদের আমরা ঢুকতে দেবো না।’ সুত্র: বাংলাট্রিবিউন

পাঠকের মতামত

বিটিভি’র “নতুন কুঁড়ি ২০২৫”-এ উখিয়ার তিন শিক্ষার্থীর দুর্দান্ত সাফল্য

মুজিবুর রহমান:: বাংলাদেশ টেলিভিশন ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ...

রোহিঙ্গা সংকটযুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য অনুদান কমানোয় বাংলাদেশের ঋণ ৪০০ মিলিয়ন

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র গত বছর অনুদান দিয়েছিল ৩০০ মিলিয়ন ডলার। কিন্তু চলতি ...

সীমান্তবর্তী প্রতিটি স্কুল-কলেজের শিক্ষার্থীদের সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করবো: শাহজাহান চৌধুরী

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক সাংসদ ও হুইপ জননেতা শাহজাহান চৌধুরী বলেছেন, ক্লাসে ন্যূনতম ৭০ ...

১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন, তবে ডিসেম্বর পর্যন্ত রাত্রিযাপন নিষিদ্ধ

সেন্টমার্টিন দ্বীপ পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে আগামী ১ নভেম্বর থেকে। পর্যটন মৌসুম চলবে ফেব্রুয়ারি ...

ঢাকায় রেলক্রসিংয়ে প্রাণ হারালেন কক্সবাজারে উষা বড়ুয়া

রাজধানী ঢাকার মহাখালী রেলক্রসিংয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কক্সবাজারের রামু উপজেলার মেরংলোয়া গ্রামের উষা বড়ুয়ার ...