প্রকাশিত: ২৮/০৩/২০১৮ ৭:৩৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৫৫ এএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ

টেকনাফের নাফনদীতে বিজিবি-বিজিপি পর্যায়ে যৌথ টহল অনুষ্টিত হয়েছে। এনিয়ে ৪র্থ বারের মতো সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নাফনদীতে বিজিবি-বিজিপি পর্যায়ে যৌথ টহল সম্পন্ন হল।

টেকনাফ-২ বিজিবি’র পরিচালক অধিনায়ক মোঃ আছাদুদ-জামান চৌধুরী জানান ‘২৭ মার্চ সকাল ৯.৫০ ঘটিকা হতে ১১.২০ ঘটিকা পর্যন্ত ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ হ্নীলা বিওপির সুবেদার মোঃ আতাউর রহমানের নেতৃত্বে ১২ সদস্যের একটি টহল দল ২টি স্পীড বোটযোগে এবং প্রতিপক্ষ ৪ নম্বর বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চ এর অধীনস্থ ঘধমধশঁৎধ ক্যাম্পের উণ ঞঁহ ঞঁহ এর নেতৃত্বে ১০ সদস্যের একটি টহল দল ২টি গানবোট যোগে বিআরএম-১১ হতে বিআরএম-১৫ পর্যন্ত নাফ নদীতে একটি যৌথ সমন্বয় টহল পরিচালনা করা হয়। উভয় পক্ষের কমান্ডার ও টহল সদস্যগণ কুশলাদি বিনিময় শেষে উক্ত যৌথ টহল সুষ্ঠু, সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

উল্লেখ্য, গত ৫ মার্চ, ১৪ মার্চ এবং ২০ মার্চ অত্র ব্যাটালিয়নের অধীনস্থ শাহপরীরদ্বীপ বিওপি, টেকনাফ বিওপি এবং দমদমিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিজিপির সাথে তিনটি যৌথ টহল সুষ্ঠু, সুন্দর ও সৌহার্দ্যপূর্ণভাবে সম্পন্ন হয়েছিল’। ##

পাঠকের মতামত

চাঁদাবাজির অভিযোগ করায় ক্ষিপ্ত হয়ে রামু যুবদল নেতার এলোপাতাড়ি গুলি

রামুর দক্ষিণ মিঠাছড়িতে প্রকাশ্যে এলোপাতাড়ি গুলি চালানোর ঘটনা ঘটেছে। সেনাবাহিনীর কাছে চাঁদাবাজির অভিযোগ করায় ক্ষিপ্ত ...

অস্ত্র কেনাবেচায় বিকাশ লেনদেন, কক্সবাজারে র‌্যাবের জালে তিন কারবারি

পর্যটনকেন্দ্রিক শহর কক্সবাজারের আড়ালে গড়ে উঠছে অস্ত্র কারবারিদের গোপন নেটওয়ার্ক। মাদক, মানবপাচার ও ছিনতাইয়ের পাশাপাশি ...