প্রকাশিত: ২৭/০৩/২০১৭ ১০:৫৬ পিএম

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি::
নাইক্ষ্যংছড়ি এমএ কালাম ডিগ্রী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ মার্চ ) সকাল ১০টায় কলেজ মিলনায়তনে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়। কলেজের অধ্যক্ষ ও আ ম রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক শাহ আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে উপস্থিত ও বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সরওয়ার কামাল। বিশেষ অতিথি ছিলেন গর্ভনিং বডির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ইকবাল, আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক তসলিম ইকবাল চৌধুরী, সিনিয়র প্রভাষক নিলোৎপল বড়ুয়া, সহকারী অধ্যাপক এমদাদুল্লাহ মোঃ ওসমান, জসীম উদ্দীন, পিয়তোষ শর্মা চন্দন, মিজানুর রহমান, এবি এম মোজাহিদুল ইসলাম, হাসান আহমদ সোবাহানী,নজরুল ইসলাম জমাদার, বিদায়ী শিক্ষার্থী মোকারমাতুল ইসলাম, ছাত্র জাহেদুল ইসলাম, রবিউল আলম, ছাত্র মোঃ আয়াছ প্রমূখ। অনুষ্টানে ১ম বর্ষের শিক্ষার্থীদের পক্ষে মানপত্র পাঠ করেন সুমাইয়া তাসনিম। অনুষ্টানের শুরুতে যথাক্রমে কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ রায়হান, গীতা পাঠ করেন পাস্মী রাণী শর্মা, ত্রিপিটক পাঠ করেন অংচাইলা চাক। বিদায়ীদের পক্ষ হয়ে মানপত্র গ্রহণ করে নেন শিক্ষার্থী তানিয়া সুলতানা ও মর্জিনা শারমিন মুনি। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন সিনিয়র প্রভাষক মোঃ মুজিবুল হক।

পাঠকের মতামত

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের ড্রাইভার রঞ্জনের বিরুদ্ধে তিন সদস্যের তদন্ত কমিটি

কক্সবাজার দক্ষিণ বন বিভাগ সরকারি গাড়িচালক রঞ্জন কুমার মজুমদারের বিরুদ্ধে তিন সদস্যের একটি তদন্ত কমিটি ...

রোহিঙ্গাদের জন্য ১১.২ মিলিয়ন ডলারের এলপিজি সহায়তা দেবে যুক্তরাজ্য-কাতার

রোহিঙ্গা শরণার্থীদের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহে ১১.২ মিলিয়ন ডলার তহবিলের যৌথ ঘোষণা দিয়েছে ...