শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি::
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে সংগঠনের জেলা কমিটি।
সোমবার (৭ নভেম্বার) বাংলাদেশ ছাত্রলীগের বান্দরবান জেলা শাখার কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ কাউছার সোহাগ ও সাধারণ সম্পাদক জনি সুশীল এর স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ সিদ্বান্ত জানানো হয়েছে। তবে নতুন ভাবে কোন সময় কমিটি গঠন করা হবে তা সিদ্ধান্ত নেয়নি।
প্রেসবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ছাত্রলীগের জেলা কমিটি জরুরী ভিত্তিতে সংগঠনকে আরও গতিশীল ও নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষে সভাতি চো চু মং মার্মা ও সাধারণ সম্পাদক বদরুল্লাহ কবির বিন্দুর কমিটি বিলুপ্তি করা হয়েছে।
মঙ্গলবার ( ০৮ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ইব্রাহী খলিল জেলা কমিটির এ সিদ্ধান্তের বিষয়টি এই প্রতিবেদককে নিশ্চিত করেন।
উল্ল্যে, বিগত ২০১৪ সালের জুন মাসের সাবেক সভাপতি রাশেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক সুজন চৌধুরী সঞ্জয় স্বাক্ষরিত ছোট আকারে ২০সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছিল। তবে ২ বৎসর ৫ মাসেও পূর্ণাঙ্গ কমিটির রূপ নিতে পারেনি।