প্রকাশিত: ০৬/০৪/২০১৭ ১০:১১ এএম

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি::
নাইক্ষ্যংছড়িতে এক আওয়ামী লীগ নেতার স্ত্রীর রহস্য জনক মৃত্যু হয়েছে। বুধবার (৫ মার্চ) বিকাল ৫টায় উপজেলা সদরের ধুংরী হেডম্যান পাড়ায় নিজ বাড়ির সিলিং ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে মিংহ্লা প্রু মারমা (৩৫) নামে ওই গৃহবধূ আত্মহত্যা করে। নিহতের স্বামীর নাম ক্রালা অং মারমা।
জানা গেছে, আসরের পর কোন এক সময় গলায় ফাঁস লাগিয়ে ওই গৃহবধূ আত্মহত্যা করলেও পারিবারিক ও সামাজিক ভাবে প্রথমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। পরে খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ এএইচএম তৌহিদ কবির’র নেতৃত্বে এসআই সুমন, এএসআই মুবিনুল, প্রশান্তসহ সঙ্গীয় ফোর্স রাত ৮টায় ঘটনাস্থল থেকে ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ আত্মহত্যা নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে।
সূত্রে জানা গেছে, বিকাল সাড়ে ৪টার দিকে মিংহ্লা প্রু মারমা তার শিশু কণ্যা মেগি (৬) ও দয়েচিং (৮)কে ঘরের কাজ সারতে বলে বাইরে পাঠায়। পরে দরজা জানালা বন্ধ করে আত্মহত্যা করে মিংহ্লা প্রু। পরে প্রতিবেশীরা ঝুলন্ত লাশ দেখতে পায়।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম তৌহিদ কবির জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন মিলেছে। প্রকৃত বিষয় উদঘাটনের জন্য তদন্ত শুরু করেছি।
নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগ সদস্য সচিব মোহাম্মদ ইমরান মেম্বার ঘটনাস্থল পরিদর্শন করে জানান, নিহতের স্বামী ক্রালাঅং মারমা উপজেলা আওয়ামী লীগ আহ্বায়ক কমিটির সদস্য এবং সদর ইউনিয়ন কমিটির ১নং সহ-সভাপতি।

পাঠকের মতামত

সাংবাদিক জসিম আজাদের বসতভিটা দখলের ঘটনায় বাবু সহ ৩ জন কারাগারে

কক্সবাজারের উখিয়ায় সাংবাদিকের বসতভিটা দখলের অভিযোগে স্থানীয়ভাবে পরিচিত মাহফুজ উদ্দিন বাবু ও তাঁর দুই সহযোগীকে ...

বাঁচানো গেল না শিশু আয়মানকেও

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন শিশু আয়মান ...

চরম অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলায় পর্যটন উন্নয়নে প্রমোশনাল পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

আয়োজক কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনা এবং বিশৃঙ্খলা মধ্য দিয়ে কক্সবাজারের নির্বাচিত আটটি ট্যুরিজম ডেস্টিনেশনের প্রোমোশন পরিকল্পনার ...