প্রকাশিত: ০২/০৮/২০২১ ৯:২৪ এএম

শোকের মাস আগস্ট উপলক্ষে কক্সবাজার জেলা আওয়ামী লীগের উদ্যোগে মাসব্যাপী কর্মসূচী গতকাল রবিবার থেকে শুরু হয়েছে। যার ধারাবাহিকতায় শোকের মাসের প্রথম প্রথম দিন জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, খতমে কুরআন ও দোয়া মাহফিলের আয়োজন করে দলটি।

রবিবার (০১ আগস্ট) দিনব্যাপি এসব অনুষ্ঠান হয় শহরের লালদিঘীর পাড়স্থ দলীয় কার্যালয়ে। এতে শহরের সবগুলো মসজিদের প্রায় দেড় শতাধিক খতিব এবং ইমাম অংশ নেন। সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করণ এবং কালো পতাকা উত্তোলন করার পর থেকেই এসব কর্মসুচি শুরু হয়।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এমপি আশেক উল্লাহ রফিকের সঞ্চালনায় অনুষ্ঠিত আয়োজনে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে.কর্নেল (অব:) ফোরকান আহমদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল, অ্যাডভোকেট রনজিত দাশ, অ্যাডভোকেট তাপস রক্ষিত ও জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে কালো ব্যাজ ধারণ ও জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আনোয়ার হোসেন।

পাঠকের মতামত

মৃত গরুর গল্প সাজিয়ে উখিয়ায় স্ত্রীর মরদেহ গোপন করল ঘাতক স্বামী

কক্সবাজারের উখিয়ায় বস্তাবন্দি মহিলার মরদেহ উদ্ধারের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি নিহতের স্বামী ঘাতক জসিম ...

আন্তর্জাতিক সহায়তা চাহিদার ৫০ শতাংশের কম : রোহিঙ্গা সমস্যা আবারও চরম ঝুঁকিতে

চলতি বছর মার্চে বাংলাদেশ সফরে আসেন জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস। সফরের অন্যতম লক্ষ্য ছিল আন্তর্জাতিক ...

উখিয়া প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

উখিয়ায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত ...

সেন্টমাটিনে চলছে অনুমোদনহীন শতাধিক নৌযান স্পিডবোট উল্টে মা-মেয়ের মৃত্যু

মন্ত্রণালয়ের ১২টি নির্দেশনার মধ্যে অন্যতম হলো- বিআইডব্লিউটিএ এবং মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া সেন্টমার্টিন দ্বীপে কোনো নৌযান ...