ডেস্ক রিপোর্ট::
অপহৃত বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ ভারতের শিলংয় থেকে দেশের ফেরার অপেক্ষায় আছেন। অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে যে মামলায় আটক আছেন তিনি তা শেষ পর্যায়ে। এখন অপেক্ষা রায়ের।
সেখানে কেমন আছেন, কীভাবে সময় কাটছে তার- এসব বিষয়ে তার স্ত্রী হাসিনা আহমেদ জানান, সালাউদ্দিন আহমেদ দেশে ফেরার জন্য উদগ্রীব। তার সময় কাটে ইবাদত করে আর বই পড়ে।
মামলার ব্যাপারে হাসিনা আহমেদ জানান, তার বিরুদ্ধে মামলা একটাই, বেআইনিভাবে ভারতে অনুপ্রবেশের মামলা। সেটা চলছে, মামলা প্রায় শেষ পর্যায়ে। প্রতিমাসে মামলার হাজিরা দেন সালাউদ্দিন। ওখানকার আইনজীবীরা এই মামলা পরিচালনা করছেন। আমরা অপেক্ষায় আছি কি রায় হয়, তবে এই মামলায় তেমন শাস্তি হওয়ার সম্ভবনা নেই।
২০১৫ সালে বিএনপির অবরোধ আন্দোলন চলাকালে ‘অজ্ঞাত স্থান’ থেকে দলের পক্ষে বিবৃতি দিতেন দলের এই যুগ্ম মহাসচিব। তারপর হঠাৎ করেই তিনি নিখোঁজ হন। বিএনপির সর্বশেষ কাউন্সিলে সালাউদ্দিন আহমেদকে যুগ্ম মহাসচিব পদ থেকে পদোন্নতি দিয়ে স্থায়ী কমিটির সদস্য করা হয়।
সালাউদ্দিন আহমেদ বিভিন্ন সময় গণমাধ্যমে বলেছেন, তিনি স্বেচ্ছায় বাংলাদেশ থেকে আসেননি। তাকে ‘অপহরণ’ করা হয়েছিল। দু’মাস অপহরণকারীদের কাস্টডিতে ছিলেন। তিনি বলেছিলেন, যারা ‘অপহরণ’ করেছিল, তারাই তাকে হাত-পা এবং চোখ বেঁধে ভারতে রেখে গেছে। কিন্তু কারা তাকে অপহরণ করেছে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি বিএনপির এই নেতা।
উল্লেখ্য, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ ২০১৫ সালের জুন মাসে উত্তরার এক বাসা থেকে নিখোঁজ হন। প্রায় দু’মাস নিখোঁজ থাকার পর ভারতের মেঘালয়ের রাজধানী শিলংয়ে পাওয়া যায় তাকে।
পাঠকের মতামত