প্রকাশিত: ১১/০৪/২০২০ ২:৪১ পিএম

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। সর্বশেষ আজ শনিবার (১১ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৮ টা ৪০ মিনিট পর্যন্ত এই ভাইরাসের ফলে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়ায় ১ লাখ ২ হাজার ৭৩৪ জন। মোট আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৯৯ হাজার ৬৩১ জন। বাংলাদেশে গতকাল পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৪২৪ জন। এছাড়া গতকাল একদিনে সর্বচ্চ সংখ্যাক আক্রান্ত রোগী মারা যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল পর্যন্ত ৬ জন সহ মোট মৃত্যের সংখ্যা ছিল ৩০ জন।

গত ২৪ ঘণ্টায় সাড়া দেশে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৫৮ জন। এছাড়া মারা গেছে আরো ৩ জন। আজ শনিবার (১১ এপ্রিল) বেলা ২টা ৩০ মিনিটে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পক্ষ থেকে নিয়মিত অনলাইন সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। ২৪ ঘণ্টায় ৯৫৪টি পরিক্ষা করা হয়েছে।

পাঠকের মতামত

কুকি-চিনের ঘটনা আমাদের চিন্তিত করেছে: সালাহউদ্দিন আহমদ

সাম্প্রতিক সময়ে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) নামক নিষিদ্ধঘোষিত সন্ত্রাসীগোষ্ঠীর ঘটনা চিন্তিত করেছে বলে জানালেন বিএনপির ...