প্রকাশিত: ০৫/১২/২০১৬ ৭:৪০ এএম

সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন।  রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ৫টায় এ দুর্ঘটনা ঘটে।দুবাইয়ের ফেস্টিভ্যাল সিটি এলাকায় ঘটা ওই দুর্ঘটনায় মোট চারজন মারা যান। নিহত অন্যজন ভারতীয় নাগরিক।

নিহতরা ক্রিস্টাল কোম্পানি নামে একটি প্রতিষ্ঠানের কর্মী বলে জানিয়েছে বাংলাদেশের কনসাল জেনারেলের কার্যালয়।

কিন্তু এখন পর্যন্ত নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে খুব দ্রুতই নিহতদের নাম ও পরিচয় জানা যাবে বলে জানিয়েছে ওই কার্যালয়।

পাঠকের মতামত

মিয়ানমারের বিশ্বাসযোগ্য নির্বাচন হওয়ার সম্ভাবনা কম : ইইউ

সামরিক শাসিত মিয়ানমারে অনুষ্ঠিতব্য নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর কোনও পরিকল্পনা নেই ইউরোপীয় ইউনিয়নের। কারণ এই নির্বাচন ...

‘হামাসকে নিরস্ত্র হতে বাধ্য করা হবে, প্রয়োজনে সহিংসভাবে করব’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামাসকে নিরস্ত্র হতে বাধ্য করা হবে। প্রয়োজন হলে ...