হুমায়ুন কবির জুশান, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৯/০১/২০২৫ ২:৫৯ পিএম

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, আপা মাঝে মাঝে খবর পাঠায় আমি ছট করে ঢুকে যাব। আপনি আসতে পারবেন। বাংলাদেশে আপনি তো দীর্ঘ সময় অবৈধ প্রধানমন্ত্রী ছিলেন। আপনাকে আমরা বিডিআর হত্যাকান্ড, শাপলা চত্বরে হেফাজতের মহা-সমাবেশে গণহত্যা, জমিন ও আকাশ থেকে হেলিকপ্টার দিয়ে গুলি করে ছাত্র-জনতাসহ অনেক খুনের আসামি হিসেবে আদালতের কাঠগড়ায় স্বাগত জানাই। আন্তর্জাতিক মানদন্ডে আপনার বিচার হবে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের মিথ্যা অপবাদে ফাঁসিতে ঝুলিয়েছেন। বিচার কার্য সম্পন্ন হওয়ার পর আপনি সেই ফাঁসিরকাষ্ঠে ঝুলতেছেন বাংলাদেশের মানুষ এই দৃশ্য দেখবে। এই জায়গার জন্য আমরা আপনাকে স্বাগত জানাই। তিনি যত অপরাধ করেছেন, তার জন্য তাকে বিচারের মুখোমুখি করা হবে। শনিবার (১৮ জানুয়ারি) রাত ১১ টায় উখিয়ার উত্তর পুকুরিয়ায় তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান এসব কথা বলেন। তিনি বলেন শেখ হাসিনা অনেকগুলো খুনের মাস্টারমাইন্ড। বাংলাদেশের রাজনীতি ও দেশ পরিচালনা করার জন্য ২৪ বছর ক্ষমতায় ছিলেন। আপনারা দিতে পারেন নাই ইসলামের মর্যাদা, দিতে পারেন নাই আলেম ওলামাদের মর্যাদা, দিতে পারেন নাই এই সকল মোবারক মাহফিলের মর্যাদা, দিতে পারেন নাই গণতন্ত্র, দিতে পারেন নাই সু-বিচার ও নাগরিক অধিকার, দিতে পারে নাই মানবাধিকার। শুধুমাত্র শেখ পরিবার ২৮ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে নিয়ে গিয়েছেন। সুতরাং ষড়যন্ত্র করে আর লাভ নেই। দুনিয়ার ইতিহাসে কোন পতিত সৈরাচার আর ফিরে আসতে পারেনি। এই সৈরাচারও ফিরে আসতে পারবে না। এই ব্যাপারে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে। সাড়ে পনেরো বছর নির্যাতন চালিয়েছে। এত নির্যাতনের পরেও কোন আলেম ও দেশ প্রেমিক জনতা দেশ ছেড়ে পালায়নি। ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার আসল বাড়ি দিল্লীতে পালিয়েছে। কোন সংকট তৈরি হলে যারা নিজের নেতা-কর্মীদের রেখে বাংলাদেশ থেকে পালিয়ে যান, জীবন দেওয়ার জন্য প্রস্তুত হন না, তারা কখনো দেশপ্রেমিক রাজনৈতিক হতে পারেন না। তারা আমাদের সকল সন্তানদের রাজাকার বানিয়ে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবখানে ছড়িয়ে পড়েছিল আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার। বাংলাদেশকে রক্ষা করার জন্যে নব্য রাজাকার হিসেবে আমরা ভূমিকা পালন করবো। দেশের ১ ইঞ্চি মাটি আমরা ভারতের হাতে তুলে দেব না। মুহাম্মদ শাহজাহান আরও বলেন, ছাত্র-জনতার রক্তাক্ত বিপ্লবের পর আমরা বাংলাদেশকে নতুন করে গঠন করতে চাই। দেশের প্রয়োজনে জাতীয় ঐক্য রচনা করব। এই ঐক্যের মাধ্যমে আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করবো। বাংলাদেশ যদি সৎ লোকের হাতে পড়ে তাহলে কারো কাছে আমাদের ভিক্ষা করতে হবে না। আমরা ন্যায় বিচার চাই। এই ন্যায় বিচার নিশ্চিত করতে হলে আল্লাহর আইন ছাড়া সম্ভব নয়। মদিনার ইসলামী রাষ্ট্রের আদলে এই রাষ্ট্রকে গঠন করতে হবে। রাজাপালং এমদাদুল উলুম ফাজিল ডিগ্রী মাদ্রাসার সাবেক অধ্যক্ষ এম আবুল হাসান আলীর সভাপতিত্বে ও আব্দুল করিমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উখিয়া উপজেলা বিএনপির আহবায়ক সরওয়ার জাহান চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক সোলতান মাহমুদ চৌধুরী, রাজাপালং ইউনিয়ন পরিষদের সদস্য হেলাল উদ্দিন প্রমুখ।

পাঠকের মতামত

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার বাদী এখন কক্সবাজার দুদকের উপ-পরিচালক

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির ...

দৈনিক জনকণ্ঠের রিপোর্ট রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় প্রাইভেট হাসপাতালগুলোর সরকারি লাইসেন্স নেই, তদন্ত টিমের পরিদর্শন

রোহিঙ্গা অধ্যুষিত এলাকা উখিয়ায় ১৫টি ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার চলছে অনুমতি বিহীন। সরকারিভাবে কোন ...

উখিয়ায় র‌্যাব পরিচয়ে অপহরণ, ইউনিফর্ম, অস্ত্র-গুলি ও হাতকড়াসহ আটক ১

কক্সবাজারের উখিয়ায় র‌্যাব পরিচয়ে রোহিঙ্গা যুবককে অপহরণ, মুক্তিপণ আদায়ের চেষ্টা এবং প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ ...