প্রকাশিত: ২৮/০৩/২০২২ ১০:৩৫ পিএম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক শরীফ উদ্দিনের চাকরিচ্যুতিকে কেন্দ্র করে সংস্থাটির সার্বিক কর্মকাণ্ড নিয়ে তদন্তের দাবি করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেছেন, দুর্নীতিবাজদের আড়াল করতেই শরীফ উদ্দিনকে চাকরিচ্যুত করা হয়েছে। তাদের কর্মকাণ্ড খতিয়ে দেখতে সংসদীয় তদন্ত কমিটি গঠনের অনুরোধ করেন তিনি।

সোমবার (২৯ মার্চ) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এসব কথা বলেন মেনন।

মেনন বলেন, দুর্নীতি দমন ও অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন অধিদফতরকে সাংবিধানিক মর্যাদা দিয়ে কমিশনে উন্নীত করা হয়েছে। সেই দুদক যখন দুর্নীতিকে আড়াল করে, তখন আমাদের উৎকণ্ঠা হয়।

তিনি আরও বলেন, ‘দুদকের উপ-সহকারী পরিচালক শরীফ উদ্দিনকে কারণ দর্শানো নোটিশ ছাড়াই তাৎক্ষণিক বরখাস্ত করা হয়েছে। অথচ ৫৪ ধারাটি নিয়ে হাইকোর্টে রায়ে বলা হয়েছে এটি সংবিধানবিরোধী। যে বিষয় বিচারাধীন, সেই বিষয়টিকে পাশ কাটিয়ে বরখাস্ত করা হলো। দুদক কর্মকর্তারা সারা দেশে মানববন্ধন ও অ্যাসোসিয়েশনও করলো। এতে দুদকের ভাবমূর্তিও কিন্তু ক্ষুণ্ন হলো। দুদক বিষয়টি নিয়ে গা করলো না।’

এ সময় কক্সবাজারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে শরীফ উদ্দিনের করা তদন্তের বিষয়টি তুলে ধরে মেনন বলেন, এসব কারণে যদি তাকে বরখাস্ত করা হয়, তবে নিশ্চয়ই বরখাস্ত করার পেছনে শক্ত হাত রয়েছে। তাকে বরখাস্তের পর বিষয়গুলো পুনঃতদন্তের জন্য পাঠিয়েছে দুদক। আমি জানতে চাই, যেখানে মামলা হয়েছে, সেখানে কোন স্বার্থে হঠাৎ এই পুনঃতদন্ত হবে।

তিনি বলেন, এভাবে অন্যায় করলে দুদকের সাধারণ কর্মচারীরা কাজ করতে পারবে না। দুর্নীতি দমনের জন্য সংসদকেই দায়িত্ব নিতে হবে

পাঠকের মতামত

সীমান্তে শিশু গুলিবিদ্ধ: মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ

মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাতে কক্সবাজারের টেকনাফ সীমান্তে গুলিতে বাংলাদেশি শিশু হুজাইফা আফনানের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ঢাকায় ...