প্রকাশিত: ০৫/০৪/২০১৭ ৯:০৮ এএম , আপডেট: ০৫/০৪/২০১৭ ৯:১০ এএম

উখিয়া নিউজ ডেস্ক::

সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা একটি মামলায় আত্মসমর্পণ করে জামিন নেয়ার ১৬ দিনের মাথায় কক্সবাজার-৪ আসনের সাংসদ আলোচিত আব্দুর রহমান বদি আজ বুধবার আবারো আদালতে হাজির হচ্ছেন।

চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিনের আদালতে মামলার ধার্য তারিখে তিনি হাজির হচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর পিপি এডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী ও এডভোকেট কাজী ছানোয়ার আহমেদ লাভলু জানান, বুধবার (আজ) মামলার ধার্য তারিখ নির্ধারিত রয়েছে। একইসাথে আসামির উপস্থিতির জন্য ধার্য রাখা হয়েছে দিনটি। এর আগে ২০ মার্চ তিনি চট্টগ্রামের বিশেষ জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মীর রুহুল আমিন তা মঞ্জুর করেন। এর আগে থেকেই তিনি হাইকোর্টের জামিনে ছিলেন বলে জানা গেছে। তবে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী গত ২২ ফেব্রুয়ারির পর একমাসের মধ্যে নিম্ন আদালতে আত্মসর্মপনের আদেশ ছিল। সেই অনুযায়ী তিনি আদালতে আসেন।

প্রসঙ্গত: ২০০৭ সালে ডবলমুরিং থানায় বদির বিরুদ্ধে এ মামলা করা হয়েছিল। কিন্তু আসামিপক্ষের আবেদনে উচ্চ আদালতের নির্দেশে মামলার কার্যক্রম দীর্ঘদিন স্থগিত থাকে। এরপর গত ২২ ফেব্রুয়ারি হাই কোর্ট স্থগিতাদেশ তুলে নিয়ে আসামিকে এক মাসের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়। অন্যথায় আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করার নির্দেশনাও হাইকোর্টের তরফে দেয়া হয়েছিল। সে অনুসারে আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক সাংসদ বদিকে ৫০ হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুর করেছিলেন। ২০০৭ সালে ১৭ ডিসেম্বর দুদকের তৎকালিন উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ নগরীর ডবলমুরিং থানায় এ মামলা করেন। কক্সবাজারের আওয়ামী লীগ নেতা বদির বিরুদ্ধে ৫৬ লাখ ১১ হাজার ৫০০ টাকার সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়ের বাইরে ৭৯ লাখ ৩৭ হাজার ৭৯৭ টাকার সম্পদের মালিক হওয়ার অভিযোগ আনা হয় মামলার এজাহারে। একই ধরনের অভিযোগে ২০১৪ সালে ঢাকায় দুদকের দায়ের করা এক মামলায় গতবছর ২ নভেম্বর সাংসদ বদিকে তিন বছরের সাজা দেয় বিশেষ জজ আদালত। ওই রায়ের বিরুদ্ধে হাই কোর্টে আপিল করে তিনি গত ২০ নভেম্বর জামিনে মুক্তি পান।

গত ৫ মার্চ হাইকোর্টের আদেশের নথি বিচারিক আদালতে এসে পৌঁছে। এরপর চট্টগ্রাম আদালতে শুরু হয় মামলার বিচারকাজ।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা চাইল ৮ এপিবিএন

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেছে ৮ আর্মড পুলিশ ...

জামিনে মুক্তি পেলেন উখিয়ার পালংখালী ইউনিয়ন চেয়ারম্যান গফুর উদ্দিন, গ্রামে আনন্দের বন্যা

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার ...