প্রকাশিত: ১৯/০৬/২০১৭ ১১:১৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:০১ পিএম

নিউজ ডেস্ক::
কক্সবাজার শহরের দরিয়ানগরে পাহাড় থেকে পড়ে এক বন্য হাতির মৃত্যু হয়েছে। সোমবার সকালে দরিয়ানগর ভেটিনারি বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা আলী কবির জানান, হাতির পাল খাদ্যের সন্ধানে দরিয়ানগর এলাকায় আসে। এসময় পথ ছেড়ে হাতির পাল উপরে পাহাড়ের ঢালুতে উঠে কাঁঠাল খায় বলে চিহ্ন পাওয়া গেছে । ধারণা করা হচ্ছে, কাঁঠাল খেতে উপরে উঠে পাহাড় ধসে খাদে পড়ে সেখানে আটকে যায় হাতিটি। উপর থেকে পড়ে গভীর মাটিতে আটকে আঘাত প্রাপ্ত হয়ে হাতিটি মারা গেছে।

এদিকে হাতির মৃত্যু ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম। সকালের দিকে তিনি তার দল নিয়ে ঘটনাস্থলে যান। এসময় তিনি হাতির মৃত্যুর কারণ নির্ণয়ও পরিবেশগত দিক নিয়ে পর্যবেক্ষণ করেন।

সরদার শরীফুল ইসলাম বলেন, সম্প্রতি বৃষ্টি কারণে পাহাড় নরম হওয়া মাটি ধসে পড়ে হাতিটি মারা গেছে। পাহাড়গুলো ন্যাড়া হওয়ায় ধসে পড়ে এই দুর্ঘটনা ঘটেছে। পাহাড়ে গাছ-গাছালি থাকলেও হয়তো গাছে আটকে হাতিটি মৃত্যুর হাত থেকে রক্ষা পেতো।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা আলী কবির বলেন, ‘ভেটিনারি চিকিৎসক এনে হাতিটি ময়না তদন্ত করা হচ্ছে। ময়না তদন্তের পর হাতিটির মরদেহ পুতে ফেলা হবে।’

পাঠকের মতামত

কক্সবাজারে স্বাস্থ্য বিভাগের নিয়োগ, পরীক্ষায় অনুপস্থিত থেকেও উত্তীর্ণ!

কক্সবাজারে স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষাকে ঘিরে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পরীক্ষা ...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৮.৮ ডিগ্রি, টেকনাফে সর্বোচ্চ ৩১

শীতের তীব্রতা বাড়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যশোরে দেশের ...

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন জালিয়াতি, ইউপি উদ্যোক্তার স্বামী কারাগারে

নেত্রকোনার মোহনগঞ্জে চেয়ারম্যান ও সদস্যদের ভুয়া সিল–স্বাক্ষর ব্যবহার করে ১৩ জন রোহিঙ্গা নাগরিকের জন্মনিবন্ধন তৈরির ...