প্রকাশিত: ০৭/১১/২০১৮ ৮:০৫ এএম

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত তাজমহলের ভিতরে থাকা মসজিদে নামাজ পড়ার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। সম্প্রতি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (এএসআই) পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

তবে তারা জানিয়েছে, শুধুমাত্র শুক্রবার এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে না৷ সেদিন ওই মসজিদে নামাজ পড়ার উপর কোনও বাধা থাকছে না মুসলমারদের জন্য৷

এই বিষয়ে এএসআই-এর কর্মকর্তারা বলেন, এই সিদ্ধান্ত তাঁদের নয়। তাঁরা শুধু সুপ্রিম কোর্টের নির্দেশ বলবৎ করলেন৷ গত জুলাই মাসে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এই নির্দেশ জারি করা হয়েছিল৷ সেখানে বলা হয়েছিল, বাইরে থেকে আগ্রায় আগত ব্যক্তিরা শুক্রবার যাতে নামাজ পড়তে না পারে, সেই ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে স্থানীয় প্রশাসনকে। তাজমহলের নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে শীর্ষ আদালত জানিয়েছিল৷

যদিও এখন শুধুমাত্র শুক্রবারই নামাজ পড়া হয় তাজমহলে৷ সেদিন সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ থাকে তাজমহল৷ তাই সেদিন এলাকার মানুষ গিয়ে ওই মসজিদে নামাজ পড়েন৷ বাকি দিনগুলোতে সাধারণ দর্শনার্থীদের কেউ চাইলে মসজিদে গিয়ে নামাজ পড়তে পারতেন৷ সেই ব্যবস্থাই রবিবার বন্ধ করে দিয়েছে এএসআই৷

ওই সংস্থার সূত্রে জানা গিয়েছে, তাজমহলের ওই মসজিদের ইমাম সাদিক আলি ও অন্য কর্মীদেরও শুক্রবার ছাড়া অন্যদিন নামাজে নিষেধ করা হয়েছে৷ মসজিদের ইমাম ও তাঁর পরিবার কয়েক দশক ধরে সেখানে নামাজ পড়াচ্ছেন৷

পাঠকের মতামত

আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধান প্রয়োজন: ড. ইউনূস

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহায়তা বাড়ানো এবং ন্যায়সঙ্গত উত্তরণের পথ নিশ্চিত করা প্রয়োজন বলে জানিয়েছেন ...

জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ। এবারের নির্বাচনে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী ...

জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস

জাতিসংঘ সাধারণ পরিষদে হামাসমুক্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে একটি প্রস্তাব বিপুল ভোটে পাস হয়েছে। ...